Recruitment

Recruitment: পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন পদে নিয়োগের সুযোগ! শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: স্বাস্থ্য দপ্তরে ১৭ জন সহ পূর্ব মেদিনীপুরে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে মোট ২৫ জনকে নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে অফিসিয়াল ওয়েবসাইটে (purbamedinipur.gov.in) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পদগুলিতে আবেদনের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রশাসনের অন্য পদগুলিতে আবেদন করতে পারবেন ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাস্থ্য দফতরের অধীনে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, একাধিক বিভাগে স্পেশালিষ্ট, অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদগুলিতে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৭টি। আবেদন করতে হবে ২২ ফেব্রুয়ারির মধ্যে।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল:

এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট পদে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। আবেদনের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। স্পেশালিষ্ট পদে দিন প্রতি ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। ৬৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে স্টাফ নার্স পদে। বেতন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সি প্রার্থীরা কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে আবেদন করতে পারবেন। ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বেতন হবে ৩০ হাজার টাকা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ডেন্টাল টেকনিশিয়ান পদে মাসিক ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ল্যাবরেটরি টেকনিশয়ান পদে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। বিভাগ অনুযায়ী বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা আলাদা আলাদা। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে (purbamedinipur.gov.in) গিয়ে।

অন্যদিকে, প্রজেক্ট কো-অর্ডিনেটর, কাউন্সিলর, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজ়ার, কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে ৩৫ হাজার টাকা বেতন হবে প্রতি মাসে। ১৮,৫৩৬ টাকা বেতন হবে কাউন্সিলর এবং চাইল্ড হেল্পলাইন সুপারভাইজ়ার পদে। কেস ওয়ার্কাররা মাসে পাবেন ১২ হাজার টাকা। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৮-টি। আবেদন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে purbamedinipur.gov.in ওয়েবসাইটে। হোমপেজ (Home) থেকে ‘রিক্রুটমেন্ট’ (Recruitment)- গেলেই উপরোক্ত দু’টি বিজ্ঞপ্তিই দেখা যাবে।

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

9 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

17 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago