Recruitment

SSC Scam: “টাকা দিলেই হবে SSC’র চাকরি!” লোন করে ৫ লক্ষ টাকা দিয়েও প্রতারিত পশ্চিম মেদিনীপুরের তপন, শেষ করে দিলেন নিজেকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: “ঘুষ না দিলে চাকরি হবেনা!” গত কয়েক বছরে এমনই একটা ‘বাক্য’ বোধহয় শহর থেকে গ্রাম বাংলার আনাচেকানাচে ছড়িয়ে পড়েছিল! তারই ‘বলি’ হতে হচ্ছে তপনের মতো আরও কত মেধাবী সন্তানদের! তীব্র যন্ত্রণা, অসহনীয় চাপ সহ্য করতে না পেরে তপনের মতোই আরও কতজন যে এভাবেই ‘চরম সিদ্ধান্ত’ নিয়ে ফেলেছেন (বা, ফেলছেন) তার ইয়ত্তা নেই। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বুলুরি গ্রামের (সুপা সংলগ্ন এলাকা) নিতান্ত দিন আনা দিন খাওয়া পরিবারের বছর ২৮-এর যুবক তপন দোলই-ও গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত্রি সাড়ে দশটা-এগারোটা নাগাদ এমনই এক মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে ফেললেন বাড়ির কাউকে সামান্যতম কিছু বুঝতে না দিয়েই! প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে নিজের ছোট্ট ঘরে (রুমে) শুতে গিয়েছিলেন ইংরেজি নিয়ে অনার্স পড়ার পর বি.এড সম্পন্ন করা তপন। কিন্তু, চাকরি না পাওয়ার হতাশা, আঘাত এবং সর্বোপরি একাধিক লোনের (বেসরকারি ব্যাঙ্ক ও সংস্থা থেকে নেওয়া লোন বা ঋণের) চাপ সহ্য করতে না পেরেই হয়তো বাড়িতে রাখা কীটনাশক এক নিমেষে পান করে ফেলেছিলেন তপন! তীব্র যন্ত্রণায় যখন ছটফট করতে থাকেন ঘরের মধ্যে, তখনই ছুটে আসেন বাবা-মা এবং দাদা-বৌদিরা। নিয়ে যান নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে গভীর রাতেই মেদিনীপুর শহরের বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে শুক্রবার রাতে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে, শেষ রক্ষা হলোনা! শনিবার দুপুর দু’টো-আড়াইটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দরিদ্র কৃষক পরিবারের মেধাবী সন্তান তপন দোলই।

কেঁদেই চলেছেন দিদি:

শনিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে, বুকে তীব্র কষ্ট-যন্ত্রণা চেপে রেখেই বছর ৩৫-এর দাদা সুকুমার দোলই শোনালেন ‘নির্মম সত্য’ গুলি। ঘাটাল কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর কেশপুর সংলগ্ন বগছড়ি এলাকার একটি প্রাইভেট বি.এড কলেজ থেকে নিয়েছিলেন বি.এড ট্রেনিং। তারপরই বসেছিলেন ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় (1st SLST, 2016)। নবম-দশমের শিক্ষক পদপ্রার্থী তপন পরীক্ষাও দিয়েছিলেন মোটামুটি ভালোই। তারপরই আসে সেই ‘প্রস্তাব’! টাকা দিলে চাকরি হয়ে যাবে! সুকুমার শোনালেন, “৫ লক্ষ টাকা অ্যাডভান্স চায় এক দালাল। আমরা জানতামও না। ওই বিভিন্ন জায়গা থেকে লোন-ধার করে, কবে কবে গিয়ে টাকা দিয়ে আসে। সেটা ২০১৭ সালের দিকে হবে। তারপর ২০১৮ সালে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখা যায় পাস করেছে। তবে, ইন্টারভিউর পর চূড়ান্ত মেধাতালিকা বেরোলে দেখা যায় ওর নাম নেই! ওয়েটিং লিস্টে ছিল। তারপর চার বছর কেটে গেলো। কিন্তু, চাকরি হলোনা!” তিনি যোগ করেন, “এর মাঝেই একদিন (২০২০ সালে) কেশপুর সংলগ্ন বিশ্বনাথপুর এলাকায় একজনের বাড়িতে টাকা ফেরত চাইতে গিয়েছিল। কিন্তু, প্রাণে মেরে ফেলার হুমকি শুনে চলে আসে। এদিকে, লোনের চাপ বাড়ছিল। এনিয়ে আমাদের ষাটোর্ধ্ব বাবাও খুব দুশ্চিন্তায় ছিলেন। চাষবাস করে সংসার চলে। ও কিছু টিউশন করত। তবুও, এতগুলো টাকা মেটানো নিয়ে খুব চাপে ছিলাম সবাই! সেটাই হয়তো কাল হলো!” তবে, চোখে জল নিয়েও ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে। বললেন, “শিক্ষা ব্যবস্থাটা পুরো ধ্বংস করে দিল!” মেডিক্যাল কলেজের নতুন বিল্ডিংয়ের (আই.সি বিল্ডিং) এক কোণে বসে বসে মাথায় হাত দিয়ে শুধুই কেঁদে চলেছিলেন দিদি বিজলী দোলই। বলছিলেন, “ভাই রে এটা তুই কি করলি? তোর জন্য যে মেয়ে দেখছিলাম, বিয়ে দেব বলে। এটা তুই কি করলি….?”

তপন দোলই:

দাদা সুকুমার দোলই:

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

23 hours ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

1 day ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

2 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

3 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

5 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

6 days ago