দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে: “নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ অনেকটাই ঠিক। এখনও পর্যন্ত এসএসসি (School Service Commission) নিজেদের স্বপক্ষে কোনো যুক্তি-প্রমাণ তুলে ধরতে পারেনি।” তাই, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি – গ্রুপ ডি তে সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ বহাল রাখল সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটি যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতেই ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বুধবার। আর, সিবিআই তদন্তের ফলে যে এই নিয়োগে শাসকদলের অনেক রথী-মহারথীদের কাল ঘাম ছুটবে তা বলাই বাহুল্য! বিশেষত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এস.পি সিনহার নেতৃত্বে যে অবৈধ কমিটি হয়েছিল, খুব শীঘ্রই তাঁদের-কে সিবিআই এর মুখোমুখি হতে হবে। অন্যদিকে, নবম-দশমেও সিবিআই তদন্তের নির্দেশ যে বহাল থাকতে চলেছে বলাই বাহুল্য!

thebengalpost.net
অঙ্কিতা অধিকারী ও পরেশ অধিকারী (মঙ্গলবার স্টেশনে) :

এদিকে, একাদশ-দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৬ নম্বর কম পেয়েও মেধা তালিকায় প্রথম স্থানে জায়গা পেয়ে শিক্ষিকা হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী অধিকারী’র মেয়ে অঙ্কিতা অধিকারী। মঙ্গলবার এই নজিরবিহীন দুর্নীতির ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। তাঁদের দু’জনকেই রাত্রি ৮ টার মধ্যে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে, তাঁরা ট্রেনে উঠেও শিয়ালদা পৌঁছানোর আগেই উধাও হয়ে যান। জানা গেছে, গ্রেফতারি এড়াতেই তাঁরা উধাও হয়ে গেছেন। এদিকে, সকাল সকাল ডিভিশন বেঞ্চে আবেদন করে এসএসসি। তাৎপর্যপূর্ণ ভাবে, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ-ও। তাই, অঙ্কিতা-পরেশকে অবিলম্বে সিবিআই-এর মুখোমুখি হতে হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি ছাড়াও নবম থেকে দ্বাদশেও যে বেনোজির দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি হয়েছে তা এবার তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে ইডি এবং ফরেনসিক তদন্ত-ও হতে পারে। তাই, শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগে জড়িত শাসক দল তৃণমূল কংগ্রেস আর তাদের নেতা-মন্ত্রীরা যে এখন থেকেই সিবিআই-এর আতস কাঁচের তলায় চলে এলেন তা একপ্রকার নিশ্চিত।