দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: প্রতিহিংসার ভয়াবহ ঘটনা এবার পশ্চিম মেদিনীপুরে! কলেজ ছাত্রী তরুণী প্রেমের প্রস্তাবে রাজি হননি। তাঁর বিয়ে ঠিক হয়েছিল অন্যত্র। দশমীর দিনই পাকা দেখা হয়েছিল! কালীপুজোর পর বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল বলেও জানা যায়। কিন্তু, তার আগেই রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল ওই তরুণীকে। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক তাঁকে তুলে নিয়ে যায়। তারপর, চলন্ত মারুতি গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়! ওই তরুণীর পরিবারের অভিযোগ, টিউশন ফি জমা দিতে বেরিয়েছিলেন তিনি। পরে, পিংলার মুণ্ডুমারী অঞ্চল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। প্রথমে পিংলা, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং তারপর কলকাতার এনআরএস-এ ভর্তি করা হয়েছে তাঁকে। লক্ষ্মীপুজোর আগেই ভয়াবহ এই ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী!

thebengalpost.net
পিংলা থানা :

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পিংলার মুণ্ডুমারি এলাকায় হঠাৎই চলন্ত গাড়ি থেকে এক তরুণীকে রাস্তায় পড়ে যেতে দেখেন স্থানীয়রা। তরুণীকে ফেলে দিয়েই চম্পট দেয় মারুতি গাড়িটি। স্থানীয়রাই ওই তরুণীকে উদ্ধার করে ভর্তি করেন পিংলা গ্রামীণ হাসপাতালে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রাতে পিংলা থানার পুলিশ জানতে পারে আহত ওই তরুণীর বাড়ি পিংলা থানা এলাকাতেই। এরপরই ওই তরুণীর পরিবারের সদস্যরা এসে লিখিত অভিযোগ দায়ের করেন পিংলা থানায়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশির পর পিংলা থানার সুচছড়া গ্রাম থেকে মারুতি সহ গ্রেপ্তার করা হয় সুব্রত দোলুই নামে অভিযুক্ত যুবককে। ধৃতের বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপরআড়া গ্রামে। তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই তরুণীর সাথে পূর্বপরিচয় ছিল যুবকটির। গাড়িতে করে তরুণীকে নিয়ে যাচ্ছিল সে। এরপরই, বচসার জেরে যুবকটিই তরুণীকে ঠেলে ফেলে দিয়েছিল বলে প্রাথমিক অনুমান! তবে, তদন্তে সমস্ত ‌দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল খড়্গপুরের যুবকটি। তরুণী সেই প্রস্তাব নাকচ করাতেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের! ইতিমধ্যেই ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ও ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ধৃতকে রবিবার মেদিনীপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী কলকাতায় চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।