Recent

Mamata: ‘পুলিশ’ লেখা কালো গাড়িতে করে মমতার বাড়ির সামনে মেদিনীপুর শহরের যুবক! অস্ত্রশস্ত্র, মাদক সহ গ্রেফতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ জুলাই:তৃণমূলের শহিদ দিবস ঘিরে একদিকে যখন চরম ব্যস্ততা, তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা! শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় এক সন্দেহভাজনকে। সামনে ‘পুলিশ’ স্টিকার দেওয়া একটি কালো গাড়িতে (প্রাইভেট কারে) ছিলেন ওই যুবক। পুলিশের সন্দেহ হওয়ায়, জিজ্ঞাসাবাদ শুরু করতেই ওই যুবক অসংলগ্ন নানা কথা বলতে শুরু করেন। কিন্তু, সবচেয়ে মারাত্মক বিষয় হল, ওই গাড়িতে তল্লাশি চালাতেই মেলে ছুরি, ভোজালি, মাদক এবং একাধিক ভুয়ো আই কার্ড। নিজেকে ‘পুলিশ কর্মী’ হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক। কিন্তু, দেখা যায় তাঁর পরিচয়পত্রটি ভুয়ো। এরপরই তাঁকে আটক করা হয় বলে খবর। জানা গিয়েছে, কালীঘাট থেকে আটক ব্যক্তির নাম শেখ নুর আমিন। সন্দেহভাজন ওই যুবক পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বাসিন্দা বলে জানা গেছে। এও জানা গেছে, ওই যুবক জেলা শহর মেদিনীপুরের অলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা। তবে, কি কারণে এই বিশেষ দিনে ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন, তা নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে।

ধৃত যুবক : (Pic. courtesy: ABP Ananda)

ধৃত মেদিনীপুর শহরের যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ভোজালি, মাদকদ্রব্য পাওয়া গেছে। যুবককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কাছ থেকে পুলিশ, বিএসএফ সহ একাধিক ভুয়ো পরিচয়পত্র মিলেছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। প্রসঙ্গত, গত বছর এই জুলাই মাসেই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে লুকিয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা তুলে দিয়েছিলেন কালীঘাট থানার পুলিশের হাতে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়। গত বছর মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় অভিযুক্ত হাফিজুল মোল্লা নামে ওই যুবককে দোষী সাব্যস্তও করে আদালত। ২০২২ সালের জুলাই মাসে রাতের অন্ধকারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স হলের পিছনের দিকে রাতভর ঘাপটি মেরে লুকিয়ে ছিলেন তিনি। হাতে ছিল একটি রড জাতীয় বস্তু। পরে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয় এড়িয়ে ঢুকে পড়া সেই হাফিজুলকে সম্প্রতি দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় (আক্রমণের প্রস্তুতি নিয়ে অন্যায়ভাবে রাতের বেলা বাড়িতে ঢুকে পড়া) দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। আদালত হাফিজুলের ১ বছরের কারাদণ্ডের নির্দেশও দিয়েছে।

গ্রেফতার করা হল মেদিনীপুর শহরের ওই যুবককে :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

10 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

17 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago