তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ বিধবা মহিলার কছ থেকে! পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের‌ হল শুক্রবার সন্ধ্যায়। জানা যায়, দাসপুর থানার ঘনশ্যাম বাটি গ্রামের আল্পনা সেনাপতি বছর দুয়েক আগে স্বামীকে হারিয়ে একমাত্র ছেলেকে নিয়ে দারিদ্র্যের সঙ্গে দিন কাটাচ্ছিলেন। অভিযোগ তাঁর সেই অসহায়তার সুযোগ নিয়ে, দাসপুরের ফরিদপুর এলাকার বাসিন্দা সুরজিৎ মাইতি নামে এক যুবক নিজের পরিচয় গোপন করে প্রতারণার ছক কসেন। রাজু সেনাপতি নাম নিয়ে তিনি ওই মহিলাকে দিদি ‘পাতিয়ে’ বা দিদি-ভাইয়ের সম্পর্ক তৈরি করে আইসিডিএস সেন্টারে (ICDS) চাকুরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপরই, মহিলার কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেন বলে অভিযোগ। জমিজমা, সোনাদানাও হারাতে হয় ওই মহিলাকে। অবশেষে, ওই মহিলা বুঝতে পারেন, তিনি আসলে প্রতারিত হয়েছেন। তারপরই, দাসপুর থানার দ্বারস্থ হন।

thebengalpost.net
অভিযোগকারিনী :

আল্পনা সেনাপতি নামে ওই মহিলার বক্তব্য অনুযায়ী, সুরজিৎ মাইতির কথায় প্রভাবিত হয়ে তিনি নিজের শেষ সম্বল ৬ কাঠা জমিও বিক্রি করে দেন! তাঁর দাবি, জমি বিক্রির ১২ লক্ষ টাকা সহ সোনার গয়না তুলে দেন সুরজিৎ মাইতির হাতে। এরপর, টাকা-পয়সা সব হাতিয়ে নেওয়ার পর, তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সুরজিৎ। মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ওই মহিলা দাসপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন সুরজিৎ মাইতির নামে। অভিযোগ পেয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ।