thebengalpost.net
কর্মশালায় উপস্থিত সিভিল জজ (সিনিয়র ডিভিশন) খালেদা মান্নান:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: শিশুদের যৌন নির্যাতন বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস; শিশু পাচার বা চাইল্ড ট্রাফিকিং এবং বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে শালবনীর JSW সিমেন্ট কর্তৃপক্ষের উদ্যোগে এবং স্থানীয় ‘চ্যাপলিন ক্লাব’-র পরিচালনায় মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পালইবনি গ্রামে একটি আলোচনা সভা বা কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মেদনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ শহিদ পারভেজ, উলুবেড়িয়া কোর্টের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) খালেদা মান্নান, JSW সিমেন্ট কর্তৃপক্ষের CSR বিভাগের সিনিয়র ম্যানেজার অতনু চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মহঃ সেরিফ মোল্লা, DLSA-র আইনজীবী অঙ্কুর কর্মকার, আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তাজা, স্থানীয় উপপ্রধান সন্তু দোলই, স্থানীয় স্বাস্থ্যকর্মী রিনা সিংহ প্রমুখ।

thebengalpost.net
কর্মশালায় উপস্থিত সিভিল জজ (সিনিয়র ডিভিশন) খালেদা মান্নান:

এই কর্মশালায় মেয়েদের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। মেয়েদের শিক্ষা অর্জনের গুরুত্ব এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন সিভিল জজ (সিনিয়র ডিভিশন) খালেদা মান্নান। নিজের জীবনে আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও তিনি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তা তুলে ধরেন উলুবেড়িয়া কোর্টের এই সিভিল জজ। এই কর্মশালায় উপস্থিত প্রত্যন্ত পালইবনি গ্রামের কিশোরী তথা নাবালিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমিও আপনাদের মতই একটি সাধারণ পরিবার থেকেই উঠে এসেছি। এমন একটা সময় গেছে বছরে একটি জামা (যা ঈদের সময় কেনা হত) এবং একটি জুতো পরেই কেটেছে। তবে, কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হইনি, সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবারের উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। তাই চেষ্টা করলে তোমরাও পারবে।” এছাড়াও, মেয়েদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন উপস্থিত বিচারক ও আইনজীবীরা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়ে বার্তা দেন JSW সিমেন্ট লিমিটেডের আধিকারিকরা। এই আয়োজন সফল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে ‘চ্যাপলিন ক্লাব’।

thebengalpost.net
উপস্থিত নাবালিকারা: