Recent

পিংলার “পট শিল্প”কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে ২৬০ জন শিল্পীকে বিশেষ প্রশিক্ষণ, হবে পর্যটনস্থল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বাংলার বিখ্যাত পট শিল্পের অন্যতম পীঠস্থান পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা’র অন্তর্গত নয়া। পিংলার এই পটচিত্র বা পট শিল্প জেলার এক ঐতিহ্য রূপে ইতিমধ্যে দেশ ও বিদেশে প্রশংসিত। পিংলার এই নয়া গ্রামে পট শিল্পের কারুকার্য প্রত্যক্ষ করতে কিংবা সংগ্রহ করতে প্রতিবছর দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা পৌঁছে যান। তবে, শিল্পীদের কিংবা এই গ্রামের আর্থ সামাজিক প্রেক্ষাপটের বিশেষ উন্নতি হয়নি আজও! বরং দিন দিন তার অবনয়ন ঘটেছে। এই পরিস্থিতিতেই, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায়, পটচিত্রের পীঠস্থান পিংলার এই নয়া গ্রামে ২৬০ জন পটশিল্পী’কে নিয়ে “বাংলার বৃহত্তর পটচিত্রের কর্মশালা” (Workshop) এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার, ৮ ই আগস্ট থেকে ১৪ ই আগস্ট পর্যন্ত এই কর্মশালা চলবে। রবিবার এই কর্মশালা ও প্রদর্শনী’র উদ্বোধন করলেন রাজ্য সরকারের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া।

পিংলার পট শিল্প ও শিল্পী :

প্রসঙ্গত, ভারত সরকারের উদ্যোগে, পিংলার পটচিত্র শিল্পীদের দক্ষতা বৃদ্ধি ও এই শিল্প’কে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতেই এই কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন, এই কর্মশালার স্থানীয় আহ্বায়ক বাহাদুর চিত্রকর। তিনি এও জানিয়েছেন, “পটচিত্র এখন শুধুমাত্র পটের উপরেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন সামগ্রীতে পটচিত্র স্থান পাওয়ার জন্য পটচিত্র আরো আকর্ষণীয় হয়েছে। হিন্দু পুরাণ ও পৌরাণিক সংস্কৃতির বিভিন্ন দিক রং তুলির মাধ্যমে, ‘পট’ সহযোগে এখনও বাঁচিয়ে রেখেছেন যারা, তাঁদের আর্থ সামাজিক পরিস্থিতির যাতে উন্নয়ন ঘটে সেজন্যই পিংলার এই নয়া গ্রামে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে ভারত সরকারের সহযোগিতায়।” উল্লেখ্য যে, আগামী ৬ দিন ধরে নয়া গ্রামে আয়োজিত প্রদর্শনী’তে পট চিত্রের মাধ্যমে পুরা কাহিনী ও বাস্তব জীবনের প্রতিচ্ছবি প্রত্যক্ষ করতে পারবেন আগ্রহীরা। রবিবার উদ্বোধনের পর সবংয়ের ভূমিপুত্র ও বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, “নয়া গ্রামের পটুয়া পাড়ার মোট ২৬০ জন পটুয়া এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে নয়া গ্রামে একটি পটচিত্রের প্রবেশদ্বার বানানো হবে এবং একই সঙ্গে নয়া গ্রামটিকে পর্যটনস্থল হিসেবে তুলে ধরা হবে।”

শিল্পীদের কারুকার্য :

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

3 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

9 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

2 days ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago