দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: আত্মকেন্দ্রিকতার যুগে শুধুমাত্র একটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকেও ১লক্ষ টাকা দান করা যায়! একজন সাধারণ মহিলা হয়েও তাই ‘অসাধারণ’ হয়ে উঠলেন জঙ্গলমহল শালবনীর কাজল পান্ডে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাছারিরোড সংলগ্ন স্টেশন পাড়ার বাসিন্দা কাজল দেবী শালবনী ব্লকেরই গোদাপিয়াশাল এম.জি.এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে, বিদ্যালয় তহবিলে ১লক্ষ টাকা অনুদান হিসেবে তুলে দিয়েছেন। তিনি ওই স্কুলের প্রাক্তনী বা প্রাক্তন পড়ুয়া নন। প্রাক্তন শিক্ষিকাও নন। গ্রামাঞ্চলের বর্ধিষ্ণু এক পরিবারের সদস্যা। বছর ৫০’র কাজল দেবী অনূঢ়া। তবে, তাঁর ভাইপো, ভাইঝিরা (দাদা-ভাইয়ের ছেলেমেয়েরা) পড়ে গোদাপিয়াশাল স্কুলে। সেই ভালোবাসা থেকেই বিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের হাতে তিনি (কাজল পান্ডে) এই টাকা তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহ-শিক্ষক মণিকাঞ্চন রায়। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।
আর, সেই অর্থেরই কিছুটা অংশ ব্যয় করে বিদ্যালয় প্রাঙ্গণে ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ২৫শে বৈশাখের পুণ্য লগ্নে সেই মূর্তি উন্মোচিত হলো। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে এই গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়েই ‘কবিপ্রণাম’ অনুষ্ঠান উদযাপিত হলো। শান্তিনিকেতনের মতো সজীব-সুন্দর পরিবেশে পালিত হল ‘বিশ্বকবি’-র ১৬৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও প্রাক্তনীরাও। রবি ঠাকুরের গান, কবিতা, নৃত্যের মধ্য দিয়ে বিশেষ এই দিনটি উদযাপিত হয়। তারপরই, উন্মোচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি।