তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: হারিয়ে যাওয়া শিশুকে তার বাবা-মা’র কাছে ফিরিয়ে দিলেন পরিবহন কর্মীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, দাসপুর থানার হোসেনপুর এলাকার বাসিন্দা রামেশ্বর দোলই তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দাসপুর বাজার সংলগ্ন এলাকায় এক মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো দিয়ে বাড়ি ফেরার পথে, দাসপুর বাস স্ট্যান্ড থেকে হঠাৎ-ই তাঁর ছোট ছেলে, বছর সাতেকের শুভেন্দু দোলই উধাও হয়ে যায়। ছেলে-কে দেখতে না পেয়ে, হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন রামেশ্বর ও তাঁর স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

thebengalpost.net
হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করার পর পরিবহন কর্মীরা:

এরপরই, ঘটনার খবর যায় দাসপুর থানায়। পুলিশি তৎপরতায় জানা যায়, ছোট শিশুটি দাসপুর বাস স্ট্যান্ড থেকে এক খেয়ালে হাওড়া-সুলতানপুর বাসে উঠে পড়ে। সে ভেবেছিল ওই বাসেই বাবা-মা-দাদা’ও উঠেছে। এরপর, সে কিছু বুঝে ওঠার আগেই বাস-ও ছেড়ে দেয়। এরপর, দাসপুর থানার পুলিশ ও ঘাটাল মহকুমা পরিবহন কর্মীদের সহায়তায় শুভেন্দু দোলই নামে ওই ছোট্ট শিশুটিকে ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ওই বাস থেকে নামানো হয়। ফিরিয়ে দেওয়া হয় তার বাবা-মার কাছে। ছেলেকে ফিরে পেয়ে যেন হারানো প্রাণ ফিরে পান রামেশ্বর ও তাঁর স্ত্রী! বলেন, “খুব দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দিনকাল ভালো নয়। নানা অকথা-কু’কথা মাথায় আসছিল! পুলিশ আর পরিবহন কর্মীদের তৎপরতায় অবশেষে বড় বিপদ থেকে আজ বাঁচলাম।” তাঁরা অকুন্ঠ ধন্যবাদ জানিয়েছেন পুলিশ ও পরিবহন কর্মীদের।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):