thebengalpost.in
রবিবারের ঘৃণ্য ঘটনা :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: গলায় জুতার মালা পরে হাঁটছে এক গৃহবধূ! পেছনে একাধিক পুরুষ ও মহিলার পৈশাচিক উল্লাস! কয়েকজন পুরুষের হাতে লাঠি। কেউ বলছেন, ‘চল তাড়াতাড়ি চল’। কেউ বলছেন, ‘এ্যাই মোবাইলে ছবি তুলে রাখ’। সেই ছবি রেকর্ডিং করাও হলো মোবাইলে। ঘটনাটি বিহার বা উত্তর প্রদেশের কোনও প্রত্যন্ত অঞ্চল বা কয়েক দশক আগের কোনো ঘটনা নয়। শিল্প-শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘটে যাওয়া ২০২১ এর ২৭ শে জুনের ঘটনা! হ্যাঁ, সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিলেও, এভাবেই শাস্তি দিলো গণ-আদালত! ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে রবিবার ঘটেছে এমনই ন্যক্কারজনক ঘটনা। জানা যায়, বছর দুয়েক আগে ওই বিবাহিতা মহিলা তাঁর স্বামী ও দুই সন্তানকে ছেড়ে অন্যত্র চলে যান, ওই গ্রামেরই এক যুবকের সাথে। তারপর, দীর্ঘ আড়াই বছর পর ওই গ্রামেই ফিরেছেন তাঁরা। খবর পেয়ে, ওই মহিলার শ্বশুরবাড়ির (ছেড়ে যাওয়া) লোক গিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হয় এবং ওই মহিলাকে গলায় জুতার মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়!

thebengalpost.in
পরকীয়ার শাস্তি !

মহিলাকে পরকীয়ার শাস্তি দিতে গ্রামের একদল পুরুষ ও মহিলা পৈশাচিক উল্লাস করতে করতে গোটা গ্রাম ঘুরছেন। দ্রুত এই ছবি ছড়িয়ে পড়ে মোবাইলে। পৌঁছয় স্থানীয় সংবাদমাধ্যম গুলিতেও। দ্রুত খবর পৌঁছে যায় ঘাটাল থানাতেও। পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই বর্বর ঘটনার নিন্দা করেছেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক স্বয়ং। নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। গ্রামের ও জেলার সচেতন নাগরিকরা দাবি তুলেছেন, “ওই মহিলার দোষের বিচার পরে হবে। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত নিম্ন রুচির ও কুৎসিত মানসিকতার সকলকে গ্রেপ্তার করতে হবে।”

thebengalpost.in
মোবাইলে করা হলো রেকর্ডিং :