thebengalpost.net
শালবনীর জিন্দল কারখানা (ফাইল ছবি):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে অবস্থিত JSW সিমেন্ট কারখানার ভেতরে থেকে হাজার হাজার টাকার মূল্যবান তার চুরি হয়েছিল। মাসখানেক আগের এই ঘটনায় শালবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন জিন্দল কর্তৃপক্ষ। অবশেষে সেই চুরির কিনারা করল শালবনী থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে শালবনীর ওই কারখানা সংলগ্ন এলাকা থেকেই তার চুরির অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শালবনী থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বেশ কিছু তার। ধৃতদের নাম মধুসূদন মুর্মু, ছোটন মাহাত। দু’জনেরই বয়স ৩০-৩৫’র মধ্যে। শনিবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

thebengalpost.net
শালবনীর জিন্দল কারখানা (ফাইল ছবি):

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে শালবনীর কুলফেনি এলাকায় অবস্থিত জিন্দল কারখানার ভেতর থেকে প্রায় ২৫-৩০ হাজার টাকা মূল্যের তার চুরি হয়। এরপরই, কারখানা কর্তৃপক্ষ শালবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কয়েকজন দুষ্কৃতীর বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। এরপরই, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে কারখানা সংলগ্ন গ্রাম থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু তার উদ্ধার হয়েছে। বাকি তারও উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কেউ বা কারা যুক্ত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):