Recent

Paschim Medinipur: দাসপুরে সংক্রমিত দুই স্কুল শিক্ষক! মহকুমাজুড়ে চরম অসচেতনতার ছবি, উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর হাইস্কুলের দু’জন শিক্ষকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যে, আরও অনেক শিক্ষকের উপসর্গ দেখা যাচ্ছে বলে জানা গেছে। এলাকার মানুষ সহ ছাত্র-ছাত্রীদের মধ্যেও সংক্রমণ ভীতি তৈরি হয়েছে। তাঁরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি তুলেছেন। তবে, তারপরও মহাকুমা জুড়ে ধরা পড়ছে চরম অসচেতনতার ছবি। বিভিন্ন বাজার ঘুরে দেখা যাচ্ছে মুখে মাস্ক নেই, দূরত্ব বজায়ের বালাই নেই! এই বিষয়ে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “তৃতীয় ঢেউয়ের এই ভ্যারিয়্যান্টের মারণ ক্ষমতা কম হলেও, ভয়ঙ্কর সংক্রামক। যে হারে জেলায় সংক্রমণ বাড়ছে, তাতে বিপদ বাড়তে পারে। তবে স্বাস্থ্য দপ্তর সতর্ক আছে। আমি নিজে আজ ঘাটাল মহকুমার স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখেছি। পরিকাঠামো ঠিকই আছে। তবে, ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সহ একাধিক স্বাস্থ্যকর্মী সংক্রমিত। ফলে, হাতজোড় করে সাধারণ মানুষের কাছে আবেদন করছি, দয়া করে মাস্ক ব্যবহার করুন। এই ভাইরাসকে হালকাভাবে না নিয়ে, নিজেরা সচেতন ও সতর্ক থাকুন। দূরত্ব বজায় রাখুন, কোভিড বিধি পালন করুন। তাহলেই অনেকখানি বিপদ এড়ানো সম্ভব হবে।”

করোনা পরীক্ষা করার তোড়জোড় :

অন্যদিকে, মহাকুমা জুড়ে প্রশাসনের মাস্ক অভিযান চলছে। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা- তিনটি থানার একাধিক জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন প্রচার গাড়ির মাধ্যমে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, করোনা বিধিগুলি মেনে চলার আবেদন জানানো হচ্ছে, ঠিক তেমনই আইন ভঙ্গকারীদের মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” অপরদিকে, করোনা মোকাবিলায় ক্ষীরপাই পৌরসভার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ক্ষীরপাই টিওপির আই সি প্রশান্ত কীর্তনীয়া সহ একাধিক প্রশাসনের আধিকারিকবৃন্দ। আলোচনায় জানানো হয়েছে, মাস্ক ছাড়া খদ্দেরদের মাল বিক্রি করা বন্ধ করতে হবে। হাট, বাজার কমিটিগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

মাস্ক ছাড়াই ঘুরছেন এলাকাবাসী :

বাজারগুলোতেও বিধিভঙ্গের ছবি :

News Desk

Recent Posts

Midnapore: কলকাতার পর এবার মেদিনীপুর শহরেও মেয়েদের পোশাকের সম্ভার নিয়ে হাজির ‘মনময়ূরী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ অক্টোবর: পুজোর অগেই জেলা শহর মেদনীপুরে মেয়েদের আধুনিক থেকে সাবেকি…

53 mins ago

Kharagpur: খড়্গপুর শহরে বিগ বাজেটের পুজো ১২টি; যান নিয়ন্ত্রণ পঞ্চমীর দিন বিকেল ৪টা থেকে! মণ্ডপে যাওয়ার আগে জেনে নিন বিস্তারিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ অক্টোবর: খড়্গপুর শহরের পুজো গাইডম্যাপ প্রকাশ করা হল শুক্রবার…

13 hours ago

Midnapore: বিকেল ৩টা থেকে ভোর ৩টা; চতুর্থী থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ মেদিনীপুর শহরে! থাকছে ‘গ্রিন করিডর’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: চতুর্থী অর্থাৎ ৭ অক্টোবর থেকে দ্বাদশী অর্থাৎ ১৪ অক্টোবর…

17 hours ago

Midnapore: মহকুমা ফুটবল লিগের B ডিভিশনে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমার…

1 day ago

Midnapore: মামা-ভাগ্নার লালসার শিকার নাবালিকা! ২ বছরের মাথায় দুই ‘গুণধর’-কেই দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মেদিনীপুর জেলা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: সম্পর্কে আত্মীয় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দুই…

2 days ago

Durga Puja: রীতি মেনে মহালয়ার দিন থেকেই শারদোৎসবের সূচনা শালবনী টাঁকশালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: রীতি ও ঐতিহ্য মেনে বুধবার অর্থাৎ 'মহালয়া'র…

2 days ago