Recent

Paschim Medinipur: দাসপুরে সংক্রমিত দুই স্কুল শিক্ষক! মহকুমাজুড়ে চরম অসচেতনতার ছবি, উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর হাইস্কুলের দু’জন শিক্ষকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যে, আরও অনেক শিক্ষকের উপসর্গ দেখা যাচ্ছে বলে জানা গেছে। এলাকার মানুষ সহ ছাত্র-ছাত্রীদের মধ্যেও সংক্রমণ ভীতি তৈরি হয়েছে। তাঁরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি তুলেছেন। তবে, তারপরও মহাকুমা জুড়ে ধরা পড়ছে চরম অসচেতনতার ছবি। বিভিন্ন বাজার ঘুরে দেখা যাচ্ছে মুখে মাস্ক নেই, দূরত্ব বজায়ের বালাই নেই! এই বিষয়ে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “তৃতীয় ঢেউয়ের এই ভ্যারিয়্যান্টের মারণ ক্ষমতা কম হলেও, ভয়ঙ্কর সংক্রামক। যে হারে জেলায় সংক্রমণ বাড়ছে, তাতে বিপদ বাড়তে পারে। তবে স্বাস্থ্য দপ্তর সতর্ক আছে। আমি নিজে আজ ঘাটাল মহকুমার স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখেছি। পরিকাঠামো ঠিকই আছে। তবে, ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সহ একাধিক স্বাস্থ্যকর্মী সংক্রমিত। ফলে, হাতজোড় করে সাধারণ মানুষের কাছে আবেদন করছি, দয়া করে মাস্ক ব্যবহার করুন। এই ভাইরাসকে হালকাভাবে না নিয়ে, নিজেরা সচেতন ও সতর্ক থাকুন। দূরত্ব বজায় রাখুন, কোভিড বিধি পালন করুন। তাহলেই অনেকখানি বিপদ এড়ানো সম্ভব হবে।”

করোনা পরীক্ষা করার তোড়জোড় :

অন্যদিকে, মহাকুমা জুড়ে প্রশাসনের মাস্ক অভিযান চলছে। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা- তিনটি থানার একাধিক জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন প্রচার গাড়ির মাধ্যমে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, করোনা বিধিগুলি মেনে চলার আবেদন জানানো হচ্ছে, ঠিক তেমনই আইন ভঙ্গকারীদের মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” অপরদিকে, করোনা মোকাবিলায় ক্ষীরপাই পৌরসভার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ক্ষীরপাই টিওপির আই সি প্রশান্ত কীর্তনীয়া সহ একাধিক প্রশাসনের আধিকারিকবৃন্দ। আলোচনায় জানানো হয়েছে, মাস্ক ছাড়া খদ্দেরদের মাল বিক্রি করা বন্ধ করতে হবে। হাট, বাজার কমিটিগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

মাস্ক ছাড়াই ঘুরছেন এলাকাবাসী :

বাজারগুলোতেও বিধিভঙ্গের ছবি :

News Desk

Recent Posts

Midnapore: “আবার বিপ্লব হবে!” মেদিনীপুরের মাটি ছুঁয়ে শপথ চাকরিহারা শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…

1 day ago

Midnapore: কোনো স্কুলে ৮ জন, কোনো স্কুলে ৬ জন শিক্ষকের চাকরি বাতিল! “গ্রামের স্কুলগুলো শেষ হয়ে গেল”, আর্তনাদ মেদিনীপুরের প্রধান শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সুপ্রিম রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর…

2 days ago

Supreme Court: হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ এপ্রিল: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ…

3 days ago

Midnapore: মেদিনীপুরে ‘রক্তপাতহীন’ শিকার উৎসবই চ্যালেঞ্জ! বিশাল বাইক র‌্যালি থেকে দেওয়া হল বার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: জঙ্গলমহল এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আদিবাসীদের শিকার…

4 days ago

Medinipur: বার্ষিক পুজো ও মহামেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ঢল মাদপুরের মনসা মন্দিরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: দেবীর কোনও বিগ্রহ বা মূর্তি নেই। মাঠের…

4 days ago

Midnapore: ‘এই সময় দীপ্তি’-র অডিশন হয়ে গেল মেদিনীপুর শহরেও

পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: বহু প্রতীক্ষিত "এই সময় দীপ্তি ২০২৫" আবার ফিরে এসেছে। এবারের আয়োজন…

5 days ago