thebengalpost.net
বাজারগুলোতেও বিধিভঙ্গের ছবি :

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর হাইস্কুলের দু’জন শিক্ষকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যে, আরও অনেক শিক্ষকের উপসর্গ দেখা যাচ্ছে বলে জানা গেছে। এলাকার মানুষ সহ ছাত্র-ছাত্রীদের মধ্যেও সংক্রমণ ভীতি তৈরি হয়েছে। তাঁরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি তুলেছেন। তবে, তারপরও মহাকুমা জুড়ে ধরা পড়ছে চরম অসচেতনতার ছবি। বিভিন্ন বাজার ঘুরে দেখা যাচ্ছে মুখে মাস্ক নেই, দূরত্ব বজায়ের বালাই নেই! এই বিষয়ে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “তৃতীয় ঢেউয়ের এই ভ্যারিয়্যান্টের মারণ ক্ষমতা কম হলেও, ভয়ঙ্কর সংক্রামক। যে হারে জেলায় সংক্রমণ বাড়ছে, তাতে বিপদ বাড়তে পারে। তবে স্বাস্থ্য দপ্তর সতর্ক আছে। আমি নিজে আজ ঘাটাল মহকুমার স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখেছি। পরিকাঠামো ঠিকই আছে। তবে, ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সহ একাধিক স্বাস্থ্যকর্মী সংক্রমিত। ফলে, হাতজোড় করে সাধারণ মানুষের কাছে আবেদন করছি, দয়া করে মাস্ক ব্যবহার করুন। এই ভাইরাসকে হালকাভাবে না নিয়ে, নিজেরা সচেতন ও সতর্ক থাকুন। দূরত্ব বজায় রাখুন, কোভিড বিধি পালন করুন। তাহলেই অনেকখানি বিপদ এড়ানো সম্ভব হবে।”

thebengalpost.net
করোনা পরীক্ষা করার তোড়জোড় :

অন্যদিকে, মহাকুমা জুড়ে প্রশাসনের মাস্ক অভিযান চলছে। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা- তিনটি থানার একাধিক জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন প্রচার গাড়ির মাধ্যমে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, করোনা বিধিগুলি মেনে চলার আবেদন জানানো হচ্ছে, ঠিক তেমনই আইন ভঙ্গকারীদের মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” অপরদিকে, করোনা মোকাবিলায় ক্ষীরপাই পৌরসভার উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, ক্ষীরপাই টিওপির আই সি প্রশান্ত কীর্তনীয়া সহ একাধিক প্রশাসনের আধিকারিকবৃন্দ। আলোচনায় জানানো হয়েছে, মাস্ক ছাড়া খদ্দেরদের মাল বিক্রি করা বন্ধ করতে হবে। হাট, বাজার কমিটিগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

thebengalpost.net
মাস্ক ছাড়াই ঘুরছেন এলাকাবাসী :

thebengalpost.net
বাজারগুলোতেও বিধিভঙ্গের ছবি :