thebengalpost.in
কংসাবতী নদী (প্রতীকী ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: মেদিনীপুর শহর লাগোয়া বীরেন্দ্র শাসমল সেতু বা মোহনপুর ব্রিজ থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা’র চেষ্টা করলো এক যুবক! শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিখোঁজ ওই যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ওই যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

thebengalpost.in
কংসাবতী নদী (প্রতীকী ছবি) :

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে একটি স্কুটিতে করে এক যুবক খড়্গপুরের দিক থেকে মোহনপুর ব্রিজে এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ ধরে ব্রিজের উপর এদিক-ওদিক পায়চারি করার পর, হঠাৎই ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয় ওই যুবক। নদীতে জলস্রোত প্রবল থাকায় ভেসে চলে যায় অমিত কুমার পাল নামে ওই যুবক। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলে, ঘটনাস্থল থেকে একটি ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়। প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ডটি খড়্গপুরের ইন্দা (বিদ্যাসাগরপুর পূর্ব)’র বাসিন্দা ৩৭ বছর (১৯৮৪ সালে জন্ম) বয়সী অমিত কুমার পাল নামে এক যুবকের। ভোটার কার্ড অনুযায়ী, তার বাবার নাম প্রবীর কুমার পাল। যদিও সোমবার রাত্রি ৯ টা পর্যন্ত ওই যুবকের হদিস পায়নি পুলিশ। ব্রিজের উপর থেকে একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়ে থাকতে পারে!

thebengalpost.in
যুবকের উদ্ধার হওয়া Voer ID Card :