তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই (Shankar Dolai) এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলেরই নেতা বিকাশ কর! স্বভাবতই, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। প্রসঙ্গত, ঘাটাল উৎসব ও শিশু মেলা ঘাটালবাসীর কাছে একটি জনপ্রিয় মেলা। ঘাটালের মানুষ সব প্রতিকূলতা কাটিয়ে ঘাটাল উৎসবের জন্য মুখিয়ে থাকেন। আর এই মেলাকে নিয়ে চলে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই! এই মেলার শুরুটা অবশ্য রাজনৈতিকভাবে হয়নি। যদিও, বামফ্রন্ট আমলে তাদের লোকজনেরাই বকলমে মেলা পরিচালনা করত! ২০১১ সালে তৃণমূল সরকার আসার পর, দাপুটে বিধায়ক শঙ্কর দোলই নানা কৌশলে মেলাটিকে নিজের কব্জায় নিয়ে নেন। পুরানো মেলা কমিটির অনেকের ক্ষোভ থাকলেও, শঙ্করের দাপটে তাঁরা মেলা থেকে সরে যান। শংকর ২০১১ সালের পর থেকে তাঁর লোকজন নিয়েই মেলা পরিচালনা করতে থাকেন। কিন্তু, ২০২১ এর বিধানসভা নির্বাচনে তাঁর হারের পরই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল!
বর্তমানে, ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির শ্রমিক নেতা বিকাশ কর’ও একদা ছিলেন শংকরের ছায়াসঙ্গী। একুশের বিধানসভা নির্বাচনে শঙ্কর দোলই তৃণমূল থেকে টিকিট পেলেও জয়ী হতে পারেননি! স্বাভাবিক কারণেই শঙ্করের একদা অনেক ঘনিষ্টরা শঙ্করের সঙ্গ ত্যাগ করেন। তাঁরা অনেকেই এখন সাংসদ দেবের অনুগামী। এদিকে, হেরে যাওয়ার পর থেকেই ঘাটালে রাজনৈতিক ক্ষমতাও কমতে থাকে শঙ্করের! শক্তি বাড়ে দেব অনুগামীদের। সেই পরিপ্রেক্ষিতেই ঘাটালের রাজনৈতিক মহল তাকিয়ে ছিল, এবারের শিশু মেলার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকে, সেদিকেই! মেলাকে কেন্দ্র করে সেই বেআব্রু হয়ে পড়ল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবারের ঘাটাল উৎসব ও শিশুমেলা ওপেন টেন্ডারে হল। সেখানে ‘ঘাটাল শিশুমেলা’র ওপেন টেন্ডারে দর উঠল প্রায় কোটি টাকা! আর এ নিয়েই মুখ খুললেন প্রাক্তন বিধায়কের একদা ছায়াসঙ্গী তথা বর্তমান তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক নেতা বিকাশ কর। তিনি বললেন, “এতদিন টেন্ডার হত গোপনে। তারপর বিধায়ক আমাদের জানাতেন কত টাকায় টেন্ডার হয়েছে! গতবছর যেখানে ৫০ লক্ষ টাকার টেন্ডার উঠেছিল, এবছর সেখানেই প্রায় ১ কোটি টাকা দর উঠেছে! বোঝাই যাচ্ছে কি ব্যাপার।” এভাবেই দুর্নীতির তীর প্রাক্তন বিধায়ক শংকরের বিরুদ্ধে। এই বিষয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই (Shankar Dolai) বলেন, “মেলার টেন্ডারে কোন দুর্নীতি হয়নি। সবটাই মেলা কমিটির সাথে আলোচনা করে হত। আর সেই কমিটিতে বিকাশবাবু ছিলেন। গতবছর হাইকোর্টে মামলা থাকা সত্ত্বেও ৬৫ লক্ষ টাকায় টেন্ডারের দর উঠেছিল। আর বিকাশ বাবু দেখুন, গত বছর কত স্কয়ার ফুট স্টল দেওয়া হয়েছিল, আর এ বছর কত স্কয়ার ফুট স্টল দেওয়া হচ্ছে!” এভাবেই ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এল।