Recent

West Midnapore: গরমের দিন আসেনি, তার আগেই পানীয় জলের জন্য লম্বা লাইন! ‘সবে ধন নীলমণি’ টিউবওয়েলই ভরসা মেদিনীপুরের এই গ্রামে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর:’হর ঘর বিশুদ্ধ পানি’ কিংবা ‘ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল’ এগ্রামে ‘অলীক কল্পনা’ মাত্র! এখনও গরমের দিন বা গ্রীষ্মকাল আসেনি, তার আগেই পানীয় জলের জন্য মহিলাদের লম্বা লাইন। গ্রামের ৫০-টি পরিবারের একমাত্র ভরসা একটি টিউবওয়েল! তাই, পানীয় জল সংগ্রহ করতে দিতে হয় লাইন। চার বছর আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পাম্প বসানো হলেও, সেই পাম্প থেকে পড়ে না জল। তার পরিবর্তে আসে ভুতুড়ে বিদ্যুৎ বিল! দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ক্ষোভে একপ্রকার ফুঁসছেন এলাকার মানুষজন। প্রয়োজনে পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাকও দিচ্ছেন! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মামুদপুর গ্রামের।

তীব্র জলসঙ্কট :

জানা যায়, মামুদপুর গ্রামের দলুইপাড়ায় ৫০ টি পরিবারের বসবাস। আর, সেই পঞ্চাশটি পরিবারেরই পানীয় জলের একমাত্র ভরসা পূর্বপুরুষদের আমলে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসানো একটি টিউবওয়েল। সকাল-সন্ধ্যা জল নিতে পড়ে লম্বা লাইন। গ্রামের মানুষদের দাবি, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কয়েক বছর আগে বসানো হয়েছিল একটি পাম্প। সেই সময় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তৈরি করা হবে পাইপ লাইন। কিন্তু, তা আজও বাস্তবায়িত হয়নি! অন্যদিকে, বিদ্যুৎ সংযোগ করা হলেও চলে না পাম্প। তবে, আসে ভুতুড়ে বিল! এই সমস্ত বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ও গ্রামের পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও, পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসন তাঁদের পানীয় জলের ব্যবস্থা করুন। নাহলে ভোট বয়কট করা হবে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তীর দাবি, এই বিষয়ে তাঁদের কাছে লিখিতভাবে কিছুই জানানো হয়নি। তবে, গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ডেও পানীয় জলের তীব্র সমস্যা! বাড়ি বাড়ি পৌরসভার পানীয় জলের সংযোগ দেওয়া হলেও তাতে গোড়া থেকেই জল পড়েনা। অপরদিকে, পৌরসভার ট্যাপগুলিতেও পর্যাপ্ত জল না পড়ায়, পানীয় জলের সমস্যায় বাসিন্দা থেকে ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ও। পৌরসভার পাঠানো জলের ট্যাঙ্কই একমাত্র ভরসা চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা থেকে ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের। বিগত একবছর ধরে পানীয় জলের চরম সমস্যায় ভুগছেন ওয়ার্ডের বাসিন্দারা। জলের সমস্যায় জেরবার ওয়ার্ডের প্রাথমিক স্কুলও। জানা যায়, একবছর আগে চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে ৭ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়। মিটার সমেত বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হলেও তাতে শুরু থেকেই জল পড়েনা এমনই দাবি পানীয় জলের সংযোগ পাওয়া উপভোক্তাদের। পাশাপাশি ওই ওয়ার্ডে যে ক’টি পৌরসভার পানীয় জলের ট্যাপ রয়েছে সেগুলিতেও পর্যাপ্ত জল পড়েনা বলে অভিযোগ ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের। এই বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, “ওয়ার্ডে জলের সমস্যা নেই তবে একজায়গায় একটু সমস্যা রয়েছে সেখানে জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে।” তিনি এও জানান, “পৌরসভায় নতুন করে মোট ৫ টি পাম্প হাউস তৈরি হবে। তার মধ্যে ৭ নং ওয়ার্ডেও একটি নতুন পাম্প হাউস বসানো হবে।” বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ সত্বেও তাতে জল না পড়া প্রসঙ্গে চেয়ারম্যান জানান, “পাম্প হাউসের সমস্যা থেকেই জল সরবরাহ পর্যাপ্ত নেই! তাই নতুন পাম্প হাউস বসানো হবে ওই ওয়ার্ডে।”

পৌরসভার কলে জল পড়েনা:

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

2 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

2 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

3 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

4 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

6 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

7 days ago