তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: রীতিমতো পুরোহিত ও নাপিত ডেকে মন্ত্রোচ্চারণ এবং মস্তক মুন্ডন করে ‘পবন পুত্র’ এক বীর হনুমানের শেষকৃত্য সম্পন্ন করলেন এলাকাবাসী! রবিবার এমনই ঘটনা ঘটল, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর এলাকায়। জানা যায়, রবিবার সকাল নাগাদ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের অজবনগর গ্রামের চাথাল এলাকায়, ঘাটাল পাঁশকুঁড়া রাজ্য সড়ক পার হচ্ছিল একটি হনুমান। আর সেই সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক এসে হনুমানকে ধাক্কা মারলে, গুরুতর আহত হয় হনুমানটি। স্থানীয় মানুষজন চিকিৎসক ডেকে হনুমানের চিকিৎসা করলেও শেষ রক্ষা হয়নি! মৃত্যু হয় ওই হনুমানটির। এরপরই, স্থানীয় বাসিন্দারা সিদ্ধান্ত নেন, পরম শ্রদ্ধার সাথে তাঁরা ‘পবন পুত্র’ তথা শ্রীরামচন্দ্রের ‘উপাসক’ হনুমান-টির শেষকৃত্য সম্পন্ন করবেন।

thebengalpost.net
পথ দুর্ঘটনায় মৃত্যু হনুমানের :

এরপর, গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে, প্রয়োজনীয় অর্থ জোগাড় করেন এবং সমস্ত রীতিনীতি মেনে সমাধিস্থ করেন হনুমানটিকে। এমনকি গ্রামেরই গুণধর ঘটক নামে এক ব্যক্তি নিজের মস্তক মুন্ডন (মাথা মুড়িয়ে) করিয়ে, ব্রাহ্মণ ডেকে শেষকৃত্যের সমস্ত নিয়ম আচার পালন করেন। অজবনগর গ্রামের বাসিন্দারা এও জানান, কয়েক দিনের মধ্যে তাঁরা মৃত ওই হনুমানটি’র স্মৃতিতে একটি সমাধি মন্দির স্থাপন করবেন। একটি হনুমানের প্রতি গ্রামবাসীদের এই প্রেম ও শ্রদ্ধার কথা রবিবার মুখে মুখে ছড়িয়ে পড়ে জেলার অন্যান্য প্রান্তেও! অনেকেই মুচকি হেসেছেন, কেউবা নাটুকেপনা বলে মন্তব্য করেছেন, আবার কেউ পরম শ্রদ্ধায় গ্রামবাসীদের কুর্নিশ জানিয়েছেন। তবে, খুশি পশুপ্রেমীরা। তাঁদের মতে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ যদি এভাবেই বিভিন্ন পশুপ্রাণীর প্রতি প্রেম ও ভালোবাসা উজাড় করে দেয়, তবে শুধু যে এই পৃথিবীর বাস্তুতন্ত্র সঠিকভাবে রক্ষিত হবে তাই নয়, মানবতারও প্রসার ঘটবে।

thebengalpost.net
সমাধিস্থ করা হল :