তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: সদ্য (৪ নভেম্বর, ২০২১) প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করা হল ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসে কার্যালয়ে। শনিবার (১ জানুয়ারি) দলের প্রতিষ্ঠা দিবসে, প্রয়াত মন্ত্রীর সেই আবক্ষ মূর্তি উন্মোচিত হল।

thebengalpost.net
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচিত হল :

এদিন মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরুন মন্ডল, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পঞ্চানন মন্ডল, শ্রমিক সংগঠনের নেতা বিকাশ কর সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে প্রয়াত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। মূর্তিতে মালা পরিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।