দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ ফেব্রুয়ারি:সংবিধানের ১৭৪ ধারা প্রয়োগ করে বিধানসভা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দিলেন রাজ্যপাল জগদীপ খনখড়। শনিবার নিজের টুইটার হ্যান্ডলে বিজ্ঞপ্তি জারি করে বিধানসভার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দেন তিনি। সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী, তাঁর এই ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে বলে দাবি করেছেন রাজ্যপাল। আজ, ১২ ফেব্রুয়ারি শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

thebengalpost.net
জগদীপ ধনখড়:

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিধানসভার দু’টি অধিবেশন হয়েছে। প্রথমটি বাজেট অধিবেশন, দ্বিতীয়টি শীতকালীন অধিবেশন। ১৭ নভেম্বর শীতকালীন অধিবেশনের শেষ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন। ফলে, পরের অধিবেশন ডাকতে পরিষদীয় দফতরের তরফে আর রাজ্যপালের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু, সংসদীয় রীতি অনুযায়ী বাজেট অধিবেশন শুরু হতে পারে কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন নিয়ে। কারণ, বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি বা রাজ্যপালের ভাষণ দিয়েই।

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

সূত্রের খবর, সাধারণত বছরের শীতকালীন অধিবেশন শেষ হলেই পরিষদীয় দফতর অধিবেশন শেষের ফাইল রাজভবনে পাঠিয়ে দেয়। তাতে সাধারণত স্বাক্ষর করে দেন রাজ্যপাল। কিন্তু, বর্তমানে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কে জটিলতা যথেষ্ট। তাই, গত বছর ১৭ নভেম্বর অধিবেশন শেষ হয়ে গেলেও, এত দিন সেই ফাইল রাজভবনে পাঠানো হয়নি। পরিষদীয় দফতর থেকে ১০ ফেব্রুয়ারি সেই ফাইল রাজভবনে পাঠানো হলে, ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ফাইলে স্বাক্ষর করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন রাজ্যপাল। তবে, এক্ষেত্রে এই স্বাক্ষর করার বিষয়টি রাজ্যপাল টুইট করে জানানোয় তাঁর কৌশলী পদক্ষেপই দেখছেন রাজ্য রাজনীতি।

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :