thebengalpost.net
জরাজীর্ণ সেতু :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: জেলা শহর মেদিনীপুরের অদূরে জরাজীর্ণ কলাইচন্ডী সেতু থেকে পড়ে ‘নিখোঁজ’ব্যক্তির দেহ মিললো না আজ (বুধবার)ও। গতকাল (২১ ডিসেম্বর) সকাল থেকে টানা দু’দিন ধরে ওই খালের জলে উদ্ধারকার্য চালানো হলেও, এখনও ওই ব্যক্তির দেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অদূরে ভগবতী চক (খয়রুল্লাচকের কাছে) এলাকার। ওই এলাকায় কলাইচন্ডী খালের উপর যে সেতু আছে, সেই জরাজীর্ণ সেতু থেকে পড়েই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায়। শালবনী ব্লকের গোদামৌলি গ্রামের ওই নিখোঁজ ব্যক্তির নাম বাদল মাহাত (৪৫)। মঙ্গলবার পুলিশে খবর দেওয়ার পর, ওই দিন সকাল থেকে উদ্ধারকার্য শুরু করলেও, বুধবার বিকেল ৫ টা অবধি তাঁর মৃতদেহ উদ্ধার হয়নি! তবে, কলাইচন্ডী খাল থেকে মঙ্গলবার তাঁর সাইকেল ও জুতো উদ্ধার হয়েছে।

thebengalpost.net
এই খালেই পড়েছেন ওই ব্যক্তি :

প্রসঙ্গত, এলাকাবাসী এই জরাজীর্ণ সেতু সংস্কারের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে হয়নি! এবার, সেই সেতু থেকে পড়েই নিখোঁজ হয়ে গেলেন বছর ৪৫ এর এক ব্যক্তি। ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা জানিয়েছেন, “সেতুর উপর যেন মারণ-ফাঁদ! বড় বড় গর্ত সেতুর উপর। প্রতিমুহূর্তে বিপদ অপেক্ষা করছে! দিনের বেলাতেই সামান্য অসাবধানতায় বিপদ ঘটে যেতে পারে। আর, রাতের বেলা তো কোন কথাই নেই!” এদিন, উদ্ধারকার্য চলাকালীন সেখানে জেলা পুলিশের আধিকারিকদের সাথে সাথেই পৌঁছেছিলেন জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। তিনি পৌঁছতেই সাধারণ মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাধারণ মানুষের অভিযোগ, “সেতুটি দীর্ঘদিন ধরে দুর্বল ও ভাঙাচোরা। বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আজ তিনি সার্কাস দেখতে এসেছেন”! এমনটাই দাবি করছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, সেতুর ধারে কোনো গার্ডওয়াল নেই। সেতুর মাঝে বড় বড় গর্ত। এই কারণেই এই দুর্ঘটনা! স্থানীয় মানুষের অভিযোগ, এই সেতুর উপর দিয়েই প্রতিদিন শালবনী ব্লক ও মেদিনীপুর সদর ব্লকের কয়েকশো সাধারণ মানুষ সহ ছাত্র-ছাত্রীরা পারাপার করে। যেকোনো মুহূর্তে আরো বড় বিপদ ঘটতে পারে! তবে, তিনি এই সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ ফাঁড়ির তরফে এদিন খালের জলে নামানো হয়েছিল পেশাদার ডুবুরি। তা সত্ত্বেও ওই ব্যক্তির মৃতদেহের সন্ধান না মেলায় বিস্মিত সংশ্লিষ্ট সকলেই!

thebengalpost.net
জরাজীর্ণ সেতু , বড় বড় গর্ত:

thebengalpost.net
চলছে তল্লাশি :