দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ১২ ঘন্টার ব্যবধানে এক পুরুষ ও এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা ঘিরে সবং এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য! মঙ্গলবার রাতে বছর ৪৫- এর এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃতের নাম সাগর কুইল্যা (৪৫)। বাড়ি সবং থানার ৮ নং অঞ্চলের নাকিন্দী গ্রামে। অপরদিকে, আজ অর্থাৎ বুধবার সকালে সবং থানার ১ নং দেভোগ অঞ্চলের অন্দুলিয়া গ্রামে এক গৃহবধুরও ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম শিখা জানা (৪৮)। বাড়ির সামনে একটি গাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়! এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।‌ ঘটনা দুটি’র তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.net
শিখা জানা (৪৮)’র ঝুলন্ত মৃতদেহ :

প্রথম ঘটনাটি, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৮ নম্বর অঞ্চলের নাকিন্দী গ্রামে ঘটে! স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত সাগর কুইল্যা পেশায় তামার জিনিসপত্র তৈরীর কারিগর। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরেন। তারপরই পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন! তারপরই পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকেরা ছুটে আসেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার লোকজন। ওই ব্যক্তিকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবংয়ের আন্দুলিয়া গ্রামের মৃত ওই গৃহবধূ (শিখা জানা) বাড়িতে একা থাকতেন। বুধবার সকালে হঠাৎই এলাকার বাসিন্দারা তাঁদের বাড়ির পিছনে একটি গাছের ডালে ওই মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন! তবে, মাটি থেকে বেশ উঁচুতে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করেছে। খুন নাকি আত্মহত্যা ঘটনা তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ১২ ঘন্টার ব্যবধানে অস্বাভাবিক এই দুটি মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই সবংয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।