thebengalpost.net
নিখোঁজ ছাত্র :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: স্কুলের টেস্ট পরীক্ষার আগেই নামকরা স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ হয়ে গেল এক ছাত্র! স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, পরীক্ষার ভয়েই হয়তো কোথাও পালিয়ে গেছে। থানায় নিখোঁজ ডায়েরি করলেন পরিবারের লোকজন। জানা গেছে, মোহনপুর থানার অন্তর্গত বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুপ্রিয় ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ। স্কুলের হোস্টেলে থাকত ওই ছাত্র। শুক্রবার এই বিষয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

thebengalpost.net
বৈতা মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় (ফাইল ছবি) :

প্রসঙ্গত, কেশিয়াড়ি থানার উত্তর ডুম্বুরকলার অন্তর্গত ডাডরা এলাকায় বাড়ি ওই ছাত্রের। বৈতা উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে থাকত সুপ্রিয় ঘোষ নামে দশম শ্রেণীর ওই ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেলের রোল কলের সময় ওই ছাত্রকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজখবর শুরু করে স্কুল কর্তৃপক্ষ। এরপর, খবর দেওয়া হয় সুপ্রিয়’র পরিবারে। কেশিয়াড়ি থানার ডাডরা গ্রাম থেকে সুপ্রিয়’র বাবা সন্তোষ ঘোষ শুক্রবার মোহনপুর থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন। ওই স্কুলের প্রধান শিক্ষক কনক কান্তি কর জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেলের রোল কল করার সময় থেকেই ওই ছাত্রটিকে দেখতে পাওয়া যায়নি। এর পরেই তার পরিবারে খবর পাঠানো হয়।” এদিকে, শুক্রবার থেকেই স্কুলে শুরু হচ্ছে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা। প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষের অনুমান, টেস্ট পরীক্ষার আতঙ্কে ছাত্রটি কোথাও পালিয়ে গেছে! স্কুল ও পরিবারের তরফে মোহনপুর থানায় বিষয়টি নিয়ে পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, স্কুলের হোস্টেল থেকে দশম শ্রেণীর ছাত্র পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে।

thebengalpost.net
নিখোঁজ ছাত্র :