তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল:”পাখিটার বুকে যেন তীর মেরোনা!” এ গান অবশ্যই পাষণ্ডদের জন্য নয়। তাই, তীর নয়, একেবারে বন্দুকের গুলি দিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে পরিবেশ বন্ধু পাখিদের। আকাশের কোল থেকে রক্তাক্ত পক্ষীরা একের পর ঝরে পড়ছে জলে কিংবা মাটিতে। মনে পড়ছে, কবি জীবনানন্দ দাশের সেই ‘শিকার’ কবিতায় উল্লিখিত পৈশাচিক উল্লাসের কথা, “একটা অদ্ভুত শব্দ/ নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল।” তবে, সবাই তো নিষ্ঠুর নয়, হৃদয়বান এলাকাবাসী সেই রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত পাখিদের তুলে দৌড়চ্ছেন চিকিৎসকদের কাছে। তার আগে অবশ্য, তাঁদের তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে ওই চোরা শিকারি বা আততায়ীর দল। বনদপ্তরের পক্ষ থেকে প্রচার থাকলেও, নজরদারির বড্ড অভাব অনুভব করছেন এলাকাবাসী। নৃশংস এই ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের উদয়চক এলাকার।

thebengalpost.net
গুলি করছেন চোরা শিকারিরা :

উল্লেখ্য যে, বছরের এই সময় দেখা মেলে নানান পরিযায়ী পাখির। আর, পরিযায়ী পাখির আনাগোনা বাড়লেই এলাকায় বাড়ে চোরা শিকারিদের দাপট। তার সঙ্গে বক, সারস কিংবা ডাউক- চোরা শিকারিদের হাত থেকে রক্ষা পাচ্ছে না অসহায় পক্ষীকুল! অবশেষে, শুক্রবার রুখে দাঁড়ালেন স্থানীয়রাই। স্থানীয়দের তাড়া খেয়ে রীতিমতো দৌড়ে পালায় চোরাশিকারীর দল। স্থানীয়দের দাবি, বছরের বেশিরভাগ সময়ই চোরা শিকারিদের দৌরাত্ম্য জারি থাকে এলাকায়। একাধিকবার বনদপ্তরের নজরে এনেও মেলেনি কোনো সুফল। দাসপুর সুলতাননগর বিট হাউসের বনকর্মীদের দাবি, এভাবে শিকার রুখতে বার বার সচেতনতা প্রচার চালানো হয়েছে বনদফতরের তরফে। তবে, এখনও যে সচেতনতা সেভাবে গড়ে তোলা সম্ভব হয়নি, তাও কার্যত মেনে নিচ্ছেন বন বিভাগের কর্মীরা।

thebengalpost.net
আহত পক্ষী :

অন্যদিকে, বন্যপ্রাণ হত্যা রুখতে জেলার বিভিন্ন প্রান্তে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে বনদফতরের তরফে। মেদিনীপুর, খড়্গপুর, রূপনারায়ন তিন ডিভিশনের তরফেই মাইকিংয়ের মাধ্যমে চালানো হচ্ছে প্রচার। বন্যপ্রাণ হত্যার ঘটনায় কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বনদফতরের তরফে। তবে এত কিছুর পরেও সচেতনতা কবে ফিরবে! তা নিয়েই উঠছে প্রশ্ন। বন্যপ্রাণ গবেষক রাকেশ‌ সিংহ দেবের মতো সকলেই ক্ষুব্ধ হয়ে বলছেন, “অজ্ঞ মানুষের দল এভাবে বাস্তুতন্ত্রের ক্ষতি করে, আসলে যে নিজেদের অর্থাৎ মনুষ্য সমাজেরই ক্ষতি করে চলেছেন, তা উপলব্ধিই করতে পারছেন না!”

thebengalpost.net
পরম মমতায় উদ্ধার করছেন এক যুবক :