Recent

Shoot Out: হেলমেট ভেদ করে ঢুকে গেল গুলি! মাত্র ৪ মাস আগে কোম্পানিতে যোগ দিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পশ্চিম মেদিনীপুরের যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ: মাত্র চার মাসে আগে বেসরকারি ফাইনান্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের কল্যাণপুর এলাকার যুবক অভিজিৎ ভুঁইয়া। ঋণের টাকা সংগ্রহ করে ফেরার পথেই ছিনতাইবাজদের গুলিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সবংয়ের সেই তরতাজা যুবক। হেলমেট ভেদ করে একের পর এক গুলি ঢুকে যায় তাঁর মাথায়। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন অবস্থা খুবই সঙ্কটজনক! জানা যায়, সোমবার দুপুর ২ টো নাগাদ খড়গপুর দু’নম্বর ব্লকের পলস্যার পশ্চিম কঁয়তা এলাকায় ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থার ওই কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় একদল ছিনতাইবাজ। আশঙ্কাজনক অবস্থায় অভিজিৎ ভুঁইয়া নামে ওই কর্মীকে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহতকে নিয়ে আসা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে:

জানা গিয়েছে, সোমবার দুপুরে খড়গপুর ২ নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় ঋণের টাকা সংগ্রহ করতে যান অভিজিৎ ভুঁইয়া নামে ঋণ প্রদানকারী সংস্থার ওই কর্মী। ঋণের টাকা সংগ্রহ করে বাইক নিয়ে একাই ফিরছিলেন অভিজিৎ। সেই সময় পশ্চিম কঁয়তার কাছে পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। হেলমেট পরে থাকলেও, তা ভেদ করে গুলি লাগে তাঁর মাথার পেছনে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অভিজিৎ। রক্তে ভিজে যায় রাস্তা! টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর, রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় অভিজিৎকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যায়, সবংয়ের কল্যাণপুরের যুবক অভিজিৎ মাত্র চার মাস আগে এই সংস্থায় যোগ দিয়েছিলেন। ঘটনা ঘিরে শোকের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়! এদিকে, এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। কারা গুলি চালালো বা কিভাবে ঘটলো এই ঘটনা; এই ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। রাত্রি ১০টা নাগাদ সঙ্কটজনক অবস্থায় অভিজিৎ-কে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে।

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

4 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

4 days ago