দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৮ মে: বুধবার (৮ মে) প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের (HS Results 2024) ফলাফল। বুধবার দুপুর ১-টায় সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার, পাশের হার ৯০ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৯.৯৯ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.৫৬ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৯.৭৭ শতাংশ। পাশের হারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় (প্রথম দশে) এবার জায়গা করে নিয়েছেন মোট ৫৮ জন। ১৫টি জেলার ৫৮ জন কৃতী প্রথম দশে আছেন। এর মধ্যে হুগলি থেকেই ১৩ জন আছেন মেধাতালিকায়। বাঁকুড়া থেকে আছেন ৯ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন আছেন প্রথম দশে। কলকাতা থেকে ৫ জন রয়েছেন মেধাতালিকায়। পূর্ব মেদিনীপুর থেকে আছেন ৪ জন। তবে, এবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিতে পারেননি কেউই।

thebengalpost.net
বাবা-মা’র সঙ্গে পঞ্চম স্থানাধিকারী সায়ন্তন:

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এবার প্রথম স্থান অধিকার করেছেন ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল (আলিপুরদুয়ার)- এর অভীক দাস। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। দ্বিতীয় স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা (৪৯৫) এবং তৃতীয় স্থান দখল করেছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের (মালদহ) অভিষেক গুপ্ত (৪৯৪)। অপরদিকে, চতুর্থ স্থান দখল করার সাথে সাথেই, মেয়েদের মধ্যে রাজ্যে যুগ্ম ‘প্রথম’ স্থান অধিকার করেছেন যথাক্রমে- কোচবিহারের প্রতীচী রায় তালুকদার (সুনীতি অ্যাকাডেমি, ৪৯৩) এবং হুগলির স্নেহা ঘোষ (কৃষ্ণা ভাবিনী নারী শিক্ষা মন্দির, ৪৯৩)। ৪৯২ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি হাই স্কুলের (Contai High School) ছাত্র সায়ন্তন মাইতি। অখণ্ড বা অবিভক্ত মেদিনীপুরে সায়ন্তন-ই এবার ‘প্রথম’ স্থান অধিকার করে পরম গৌরবের অধিকারী হলেন! সায়ন্তনের বাড়ি কাঁথি (কন্টাই) সংলগ্ন কারকুলি এলাকায়। সায়ন্তন ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা থেকে মেধাতালিকায় (প্রথম দশে) জায়গা করে নিয়েছেন, যথাক্রমে- এগরা ঝাটুলাল উচ্চ বিদ্যালয়ের দেবপ্রিয় বর, হলদিয়া হাই স্কুলের সংশপ্তক আদক এবং হলদিয়া গভঃ স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবনের অনিশ ঘোড়াই। তিনজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৭ এবং তাঁরা সকলেই মেধাতালিকায় ‘দশম’ স্থান অধিকার করেছেন।

প্রথম পাঁচে:
১) অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)।
দ্বিতীয় স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৫
১) সাম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
তৃতীয় স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৪
১) অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।
চতুর্থ স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৩
১) প্রতীকী রায় তালুকদার, সুনীতি একাডেমি, কোচবিহার।
২) শ্রেয়া ঘোষ, কৃষ্ণভাদুরি নারী শিক্ষা মন্দির, চন্দননগর
পঞ্চম স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯২
১) সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল, কাঁথি।
২) সুস্বাদি কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া।
৩) সুতোর্থিতা সরকার, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির, মালদহ।
৪) সৌনক কর, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।
৫) সানন্দা রায়, নভনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়, বীরভূম।
৬) অঙ্কিত পাল, বেথুয়াডহরি হাই স্কুল, বাঁকুড়া।
৭) অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।

thebengalpost.net
সায়ন্তন মাইতি (৪৯২ নম্বর পেয়েছেন উচ্চ মাধ্যমিকে):