দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: “শ্যাম বনানী সরসতা/ আমায় দিল ভিক্ষা…!” উদ্দেশ্য একটাই। সবুজ বাঁচানো, অরণ্য-কে রক্ষা করা। আর তাই, ‘পবিত্র রাখি বন্ধন উৎসব’-কে সামনে রেখে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের অরণ্য অধ্যুষিত গোদামৌলি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার বিকেলে গাছে গাছে রাখি বাঁধেন। একইসঙ্গে, গোদামৌলি জঙ্গলের প্রতিটি গাছে ঝুলিয়ে দেন সচেতনতামূলক পোস্টার। যেখানে লেখা- “একটি গাছ অসংখ্য প্রাণ, গাছকে ভাবুন নিজের সন্তান”- সহ অসংখ্য সচেতনতামূলক বার্তা।
গ্রামের চিকিৎসক হারাধন দুয়ারী এবং স্থানীয় গোদামৌলি নেতাজী ক্লাবের সদস্যদের নেতৃত্বে গ্রামবাসীরা অরণ্য রক্ষার্থে গাছে গাছে এদিন রাখি বাঁধেন। গ্রামের মহিলা ও কচিকাঁচারা রাখি বাঁধেন শালবনী ব্লকের গোদামৌলি জঙ্গলের শাল, মহুয়া সহ বিভিন্ন গাছে। সবুজ রক্ষা করতে বাঁচাতে গাছে গাছে গ্রামবাসীরা সচেতনতামূলক পোস্টারও ঝোলান। উল্লেখ্য, প্রকৃতি তথা অরণ্য-ই মানুষের সব থেকে বড় বন্ধু হলেও; সেই জঙ্গল বা অরণ্য এখন একদমই সুরক্ষিত নয় বলে গ্রামবাসীদের মতামত। অবৈধ উপায়ে গাছ চুরি বা গাছ কাটার সঙ্গে সঙ্গেই প্রায়শই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। তাছাড়াও আছে, অসাধু ব্যবসায়ী থেকে চোরা শিকারীদের উৎপাত। এই সমস্ত কারণেই জঙ্গল অধ্যুষিত গোদামৌলি গ্রামের বাসিন্দারা এদিন বিকেলে অভিনব এই উদ্যোগ গ্রহণ করেন বলে জানান। তাঁরা এও জানান, মূলত গ্রামীণ চিকিৎসক ও সমাজকর্মী হারাধন দুয়ারী-র নেতৃত্বে এবং ক্লাবের সদস্যদের সহযোগিতায় ‘রাখি বন্ধন উৎসব’-কে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।