thebengalpost.net
দীঘার রাণী ইলিশ :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৩০ অক্টোবর: বাজারে এক কিলো-দু’কিলো সাইজের ইলিশ মাছ দেখলেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকেন মৎস্যপ্রেমী বাঙালিরা! সেখানে এক কিলো বা দু’-তিন কিলো নয়, এক্কেবারে চার কেজি সাইজের ইলিশ! রূপোর মতো উজ্জ্বল-চকচকে শরীর। মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ২ ফুট লম্বা। পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় ওঠা এই রাণী ইলিশে মুগ্ধ পর্যটক থেকে ক্রেতা-বিক্রেতা সকলেই! স্থানীয় সূত্রে খবর, এদিন অন্যান্য ইলিশ মাছের সঙ্গেই এই রাণী ইলিশটিকেও আনা হয়েছিল। এটির বিশাল সাইজ, গঠন আর রং দেখেই নজর কাড়ে ক্রেতাদের। মাছটিকে ঘিরে ভিড় জমে যায় ক্রেতাদের। কিন্তু, এই ইলিশ কিনে নিয়ে যাওয়ার মতো সাধ্য অনেকেরই ছিলনা। অগত্যা, দুধের স্বাদ ঘোলে মেটানো! ইলিশের ছবি মোবাইল বন্দি করেই বাড়ি ফিরেছেন উৎসাহীরা।

thebengalpost.net
দীঘার রাণী ইলিশ :

প্রসঙ্গত, অন্যান্য কয়েকটি ইলিশের সঙ্গেই শুক্রবার সাজিয়ে রাখা হয় এই রাণী ইলিশকে। আক্ষরিক অর্থেই সে যেন ‘রাণী’! যেমন তার রূপ, তেমনি তার সাইজ। চোখ ফেরানো যায় না। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, আগেও এর চেয়ে বড় ইলিশ বাজারে এসেছে। কিন্তু, অতি সাম্প্রতিক কালে এত বড় ইলিশ চোখে পড়েনি! আড়ৎদার সুকান্ত মণ্ডল বলেন, “এটা প্রায় ৪ কেজি ওজনের মাছ। এটি অন্তত ১২ হাজার টাকায় বিক্রি হবে!” সবমিলিয়ে, দীঘার মাছ বাজারে এদিনের এই রাণী ইলিশের কদর দেখে রীতিমতো ভিরমি খেতে হয়!