দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: এবার পশ্চিম মেদিনীপুরের ক্যান্সার আক্রান্ত যুবকের পাশে দাঁড়ালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাঠানো হল যুবকের চিকিৎসা খাতে। এই মুহূর্তে ওই যুবক মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত বেলদা গ্রামের বছর ২৪ এর যুবক মানস দাস মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। দরিদ্র পরিবারের ওই যুবকের চিকিৎসায় ইতিমধ্যে প্রায় সর্বস্বান্ত হতে হয়েছে ওই পরিবারকে। এরপরই, তাঁরা স্থানীয় বিজেপি নেতৃত্বের মাধ্যমে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। সাংসদের তরফে আবেদন করা হয় প্রধানমন্ত্রীর দপ্তরে। এরপরই, আজ, সোমবার, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৩ লক্ষ টাকা পাঠানো হয়।
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী ও অন্যান্যরা সোমবার যুবকের বাড়িতে গিয়ে এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র পৌঁছে দেন। তাঁরা জানান, সাংসদ দিলীপ ঘোষের তরফেই তাঁদের পাঠানো হয়েছে। গৌরীশঙ্কর জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এই অর্থসাহায্য করা হয়েছে। আমরা মুম্বাইতে ওর থাকা ও খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি। এই বয়সেই মারণ রোগে আক্রান্ত হয়েছে মানস, আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।” এই ঘটনায় স্বভাবতই খুশি মানসের পরিবার। সাংসদ দিলীপ ঘোষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানস দাসের মা অশ্রুসজল নয়নে জানিয়েছেন, “ওঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই! মুম্বাইয়ে চিকিৎসা বিনামূল্যেই হচ্ছে; কিন্তু আনুষঙ্গিক ও ওষুধ-পথ্যের খরচ বিপুল। এই পরিস্থিতিতে এই আর্থিক সাহায্য আমাদের মনোবল অনেক বাড়িয়ে দিলো।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সুপ্রিম রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ এপ্রিল: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: জঙ্গলমহল এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আদিবাসীদের শিকার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: দেবীর কোনও বিগ্রহ বা মূর্তি নেই। মাঠের…