তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল:আদালত চত্বরে এক সরকারী আইনজীবীর ছবি সমেত পোস্টার। আর, সেই পোস্টারে বড়ো বড়ো করে লেখা আছে- “আসামীর জামিন করাতে চান কি? যোগাযোগ করুন সরকারী উকিল নৈইমুদ্দিন আহমেদ”। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা, দেওয়ানী এবং ফৌজদারী আদালত চত্বরে। জানা যায়, ঘাটাল মহকুমা আদালতের গেট থেকে শুরু করে আদালত চত্বরে ছবি সমেত এক সরকারী আইনজীবীর পোস্টার পড়েছে। ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈইমুদ্দিন আহমেদের ছবি সহ এই পোস্টার ঘিরে মঙ্গলবার রীতিমতো শোরগোল পড়ে যায় আদালতের আইনজীবীদের মধ্যে।

thebengalpost.net
সেই পোস্টার দেখছেন লোকজন :

যদিও, ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈইমুদ্দিন আহমেদের কাছে এই পোস্টারের বিষয়ে জানতে গেলে তিনি অবশ্য ক্যামেরার সামনে কিছু বলতে চাননি! তবে তিনি বলেন, আমার বিরুদ্ধে কারা এই পোস্টারিং করেছে আমি ভালোভাবেই বিষয়টা বুঝতে পারছি। এতে আমার কিছু যায় আসে না! এককথায় পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। এই পোস্টারিং এর বিষয়ে ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে বলেন, “আদালতে আসার পর আমিও পোস্টার দেখলাম। কিছুদিন আগেও ওনার নামে পোস্টার পড়েছিল। বারবার শুধু ওই আইনজীবীর নামে পোস্টার পড়ে কেন? আমরা চাই আদালতের উর্দ্ধতন কর্তৃপক্ষ এই বিষয়টি দেখুক।”