দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২ এপ্রিল:তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের (Jhargram A-I Subdivision) নিরাপত্তা কর্মী অজিত মুখী’র! স্ত্রী, দুই পড়ুয়া ছেলে, বৃদ্ধ মা-বাবা ও অবিবাহিত বোনকে রেখেই অকালে চলে যান অজিত! অকুল পাথারে পড়ে সমগ্র পরিবার। এই পরিস্থিতিতে, অসহায় পরিবারের পাশে দাঁড়ায় জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের রাজ্য সিকিউরিটি সংগঠন।

thebengalpost.net
পরিবারের পাশে সংগঠন:

গত ৪ মার্চ প্রয়াত হন অজিত মুখী। ১৬ ও ৯ বছরের দুই পড়ুয়া সন্তান, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও অবিবাহিত ননদ-কে নিয়ে অসহায় পড়েছিলেন তাঁর স্ত্রী মিঠু মুখী। এই পরিস্থিতিতে, শাসকদল তৃণমূল কংগ্রেস সমর্থিত এই WRI & DD Security Union এর পক্ষ থেকে মৃত অজিত মুখী’র পরিবারের হাতে সম্প্রতি তুলে দেওয়া হয়, আর্থিক অনুদান। শুধু তাই নয়, আগামীদিনে সংগঠনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। সম্প্রতি, তাঁর বাড়িতে গিয়ে ঝাড়গ্রাম ইউনিট সভাপতি ও অল বেঙ্গল জল সম্পদ ও অনুসন্ধান দপ্তরের সিকিউরিটি ইউনিয়ন এর রাজ্য কার্যকরী সভাপতি ইন্দ্রনীল চক্রবর্তী ও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ পট্টনায়ক এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা গিয়ে সমবেদনা জানান এবং আর্থিক সাহায্য তুলে দেন। ইন্দ্রনীল জানান, আগামীদিনেও তাঁর পরিবারের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে।

thebengalpost.net
অসহায় পরিবার: