দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার আমলাবনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম গুরুপদ বেরা। বয়স আনুমানিক ৪৭ বছর। পাশাপাশি জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির বাড়ি কুসুমডাঙ্গার দুধীবাঁধি এলাকায়। শুক্রবার গভীর রাতে জঙ্গলরাস্তায় বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি পড়ে যান বলে জানা গেছে। শুক্রবার রাতেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে আনন্দপুর থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। বনদপ্তরের পক্ষ থেকে দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও, জঙ্গলপথের বাসিন্দাদের চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। গভীর রাতে যাতায়াতের সময় সতর্ক থাকার কথা বলা হয়েছে।
এদিকে, এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তরের গাফিলতির অভিযোগ তুলছেন অনেকেই। যদিও মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে হাতি তার স্বাভাবিক গতিপথেই আছে। ঘটনাটি ঘটেছে, গোদাপিয়াশাল রেঞ্জের আনন্দপুর বিটে। ওই এলাকায় আগে থেকেই হাতি আছে বলে ইতিমধ্যে সতর্কও করা হয়েছে। মেদিনীপুর বনবিভাগের এডিএফও বিজয় চক্রবর্তী জানিয়েছেন, “রাতে জঙ্গল রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বনদপ্তর সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে বারবার। যে সমস্ত এলাকায় হাতি আছে, সেই রাস্তাগুলি রাত্রিবেলা এড়িয়ে চলাই ভালো। তবে, বনদপ্তরের পক্ষ থেকে এলিফ্যান্ট ড্রাইভ হচ্ছে নিয়মিত। এদিনও হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক রাতে ঘটেছে। আমরা সকালেই খবর পেয়েছি। দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে, বনদপ্তরের সাথে সহযোগিতা করে, সকলকে একটু সতর্ক থাকার আবেদন জানাচ্ছি।”