তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক খুঁটি থেকে ঝুলছে ২ টি হনুমান। নীচে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন একদল স্থানীয় যুবক। কিন্তু, তাদের সব চেষ্টা বৃথা গেল! মৃত্যু হল ওই দু’টি হনুমানের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা ঘোড়ইঘাট এলাকার। শনিবার দুপুরে বিকট শব্দ শুনে এলাকার মানুষ রাস্তায় বের হন। রাস্তায় বেরিয়েই দেখলেন এই মর্মান্তিক দৃশ্য! দুটি হনুমান ইলেকট্রিক খুঁটি থেকে ঝুলছে। দু’তিন জন যুবক কোনো কিছু না ভেবেই, জীবনের ঝুঁকি নিয়ে শুকনো বাঁশ দিয়ে খুঁচিয়ে নীচে জাল পেতে আহত হনুমান দুটিকে বাঁচানোর চেষ্টা করলেন। শত তৎপরতা সত্ত্বেও বাঁচানো গেল না ১ টি হনুমানকে, আশঙ্কাজনক অবস্থায় অপর হনুমান’ টির চিকিৎসা চলছে।

thebengalpost.net
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলছে হনুমান :

স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের খোঁজে গ্রামে গঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের দল। শনিবার পড়ন্ত দুপুরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একদল হনুমান। হঠাৎ করে বিদ্যুতের তারে বিকট আওয়াজ। সাথে সাথেই ছুটে আসেন এলাকার মানুষ। দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিকের খুঁটিতে ঝুলছে দু’টি হনুমান। স্থানীয়রা শুকনো বাঁশ দিয়ে ইলেকট্রিকের খুঁটি থেকে হনুমান গুলিকে নামানোর চেষ্টা করেন। নীচে জাল পেতে ধরেন কিছু মানুষ। বাঁশের খোঁচায় এই হনুমানগুলি পড়ে জালের মধ্যে। স্থানীয়রা খবর দেন বনদপ্তরে। স্থানীয়দের দাবি, দু’টি হনুমানের মধ্যে একটির মৃত্যু হয়েছে। অপরটি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে বনদপ্তর। আহত হনুমানটিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। বনদফতরের দাসপুর সুলতান নগর বিটের কর্মীরা এসে হনুমান দু’টিকে উদ্ধার করে নিয়ে যান।