thebengalpost.net
আহত যুবককে ভর্তি করা হল হাসপাতালে:

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: উদ্দেশ্য মহৎ। হরির নাম সংকীর্তন করে পুণ্যলাভ করা! তবে, পুণ্যার্জনের আগেই নতুন করে ‘পাপ কাজ’ করে বসল পশ্চিম মেদিনীপুরের একদল যুবক। সংকীর্তন উপলক্ষে বৈঠকে, রীতিমতো লোহার রড, লাঠিসোটা নিয়ে আক্রমণ করে বসল বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনদের উপর। আশঙ্কাজনক অবস্থায় এক যুবক ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন! বৃহস্পতিবার রাতের ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের কামাগেড়িয়া গ্রামের।

thebengalpost.net
আহত যুবককে ভর্তি করা হল হাসপাতালে:

জানা গেছে, হরিনাম সংকীর্তনের প্রস্তুতি সভার মিটিং চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় গ্রামে। কয়েকজন উত্তেজিত যুবক রাজু পাতর নামে এক যুবককে রড দিয়ে মারে। অতর্কিত হামলায় রক্তাক্ত হয় রাজু। চোখের কাছে বেশ অনেকটা কেটে যায় এবং মাথায় আঘাত পায়। রাজুকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, সেখান থেকে রাজুকে ঘাটাল হাসপাতাল স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা নিমাই ধাড়া জানান, “বিষয়টি নিয়ে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।” এদিকে, ঘটনা ঘিরে উত্তেজনা আছে এলাকায়।