দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ জুলাই: প্রায় ৮ দিন হয়ে গেল! প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত নিঃসন্দেহে ‘কঠিন’ হয়ে উঠছে একসময়ের দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তাই, ভেঙে পড়েছেন ধীরে ধীরে। আর, ফাঁসাতেও শুরু করেছেন অনেককে! আগের দিন বলেছেন, ‘ষড়যন্ত্র’। রবিবার বললেন, “আমার কোনো টাকা নেই!” তবে কার? সাংবাদিকদের দ্বিতীয়বার এই প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন পার্থ! চেঁচিয়ে বললেন, “আমার নয়, আমার নয়, আমার নয়!” কিন্তু, প্রশ্ন সেই একটাই। তবে কার এই টাকা? বিপুল সম্পত্তি? শাসকদল বলছেন, “হেঁয়ালি করছেন পার্থ। ওঁর নয় তো কার? এখনও বলছেন না কেন!” বিরোধীর বলছেন, “মমতাকে ফাঁসানো শুধু সময়ের অপেক্ষা!” আর পার্থ বলছেন, “সময় হলে সব জানতে পারবেন।” তবে, কবে হবে সেই সময়? আর, তর সইছে না রাজ্যবাসীর!
প্রসঙ্গত, রবিবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে এই প্রথম ‘টাকা’ নিয়ে প্রতিক্রিয়া দিলেন পার্থ। এর আগে তিনি ‘ষড়যন্ত্রের’ কথা বলেছেন। তাঁকে সাসপেন্ড করা নিয়ে দলের সিদ্ধান্ত নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। তবে, এর আগে টাকা নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি তাঁর মুখ থেকে। রবিবার সকালে প্রথম পার্থকে বলতে শোনা যায়, “আমার কোনও টাকা নেই।” তাঁকে হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন টাকা কার? তাতেই ওই জবাব দেন পার্থ। এ ছাড়াও আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল পার্থকে। তিনি সেগুলিরও জবাব দেন। স্বাস্থ্যপরীক্ষা করে বেরোনোর পথে তাঁকে আবার একই প্রশ্ন করা হয়েছিল। তবে এ বার আরও বিশদে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ কিছুটা বিরক্তির সুরেই জবাব দেন, “আমার নয়, আমার নয়, আমার নয়!” এক বার নয়, টানা তিন বার পার্থ বলেন, “টাকা আমার নয়!” তবে কার? কি বলতে চাইছেন পার্থ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে নিঃসন্দেহে!