দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: গত এক বছরের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ভয়াবহ বাস দুর্ঘটনা! সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার তুলসীচটি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুপুর একটা-দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, যাত্রীবোঝাই বাসটি তুলসীচটি এলাকায় সেই মাত্র দাঁড়িয়ে ছিল যাত্রী ওঠানো-নামানোর জন্য! সেই সময়ই মালবাহী লরি বা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ! বাসের চালক সহ তিন জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। মৃতরা হলেন, যথাক্রমে- বাসের চালক কমল মাহাত (কুশমাশুলি, কিয়ামাচা, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৫০); ট্রাকের খালাসি সুনীল মাহাত (ভেলাইটিগরি, ডুকি, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৩৫) এবং বাস যাত্রী মাজেদা মল্লিক (বগড়িডিহি, হুমগড়, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৬৫)। দুর্ভাগ্যবশত তিনজন-ই গড়বেতা ৩ নং ব্লকের অর্থাৎ চন্দ্রকোনা রোড এলাকার বাসিন্দা!

thebengalpost.net
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস :

অপরদিকে, গুরুতর আহত যে ১৫ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ৮ জন গড়বেতা ১ নং অর্থাৎ গড়বেতা সংলগ্ন এলাকার বাসিন্দা। ৩ জন গড়বেতা ২ নং ব্লক অর্থাৎ গোয়ালতোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। ২ জন গড়বেতা ৩ নং অর্থাৎ চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকার বাসিন্দা। একজন শালবনী এবং একজন ক্ষীরপাইয়ের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ-প্রশাসন সূত্রে। এই ১৫ জন হলেন, যথাক্রমে- অদিতি চৌধুরী (গড়বেতা-১); মিনা প্রামাণিক (সিদাটি, শালবনী); রাজপুত্র মোল্লা (গোয়ালতোড়); প্রান্তিক পাল (ক্ষীরপাই); সুকুমার লোহার (গোয়ালতোড়); রাকেশ ভুঁইয়া (ধোবাবেড়িয়া- গড়বেতা ১); হারাধন মল্লিক (আঁধারনয়ন- গড়বেতা ৩); দুলু টুডু (ময়রাকাটা- গড়বেতা ১); লক্ষ্মী টুডু (ফিরকিডাঙ্গা- গড়বেতা ১); তুফান পণ্ডিত (গড়বেতা ১); গোবিন্দ কারক (চন্দ্রকোনা রোড, গড়বেতা ৩); জগন্নাথ দাস (গোয়ালতোড়, গড়বেতা ২); তসলিমা খান (গড়বেতা ১); পূর্ণিমা সরদার (চাঁদাবিলা, গড়বেতা ১) এবং নিমাই প্রামাণিক (গড়বেতা ১)।

thebengalpost.net
হাসপাতালে সুজয় হাজরা সহ যুবকরা :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :

জানা গেছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক! তাঁরা এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যালের আইসিইউ-তে ভর্তি আছেন বলে জানা গেছে। অবস্থা সামান্য স্থিতিশীল হলেই তাঁদের কলকাতায় রেফার করা হবে বলেও জানা গেছে। এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক ও সহ-সভাধিপতি অজিত মাইতি, জেলা তৃণমূলের সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী সুজয় হাজরা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জেলা যুব তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, কাউন্সিলর মোজাম্মেল হোসেন, এসএফআইয়ের প্রসেনজিৎ মুদি প্রমুখ অনেকেই। ছিলেন পুলিশ-প্রশাসানের আধিকারিকরাও। এদিকে, আহতদের রক্ত দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বাম রেড ভলান্টিয়ার থেকে তৃণমূল যুব কর্মীরা। আছেন শহরের একাধিক সমাজকর্মী ও ছাত্র-যুবরা। ইতিমধ্যে, এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশনের দুই সদস্য রক্তদান করেছেন বলে জানিয়েছেন সমাজকর্মী মুস্তাফিজুর রহমান ও রাহুল কোলে।

thebengalpost.net
রক্তদান:

thebengalpost.net
হাসপাতালে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সন্দীপ সিংহ, মোজাম্মেল হোসেনরা :

thebengalpost.net
হাসপাতালে এসএফআই-এর প্রসেনজিৎ মুদি সহ ছাত্র-যুবরা :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

thebengalpost.net
বিজ্ঞাপন: