দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন:লিচু বোঝাই করে নিয়ে আসার জন্য পিকাপ ভ্যান ভাড়া করে পশ্চিম মেদিনীপুর থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যুবক। গত ১১ জুন পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে রওনা হয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন বেলদার রবি কুন্ডু। বেলদা থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। তারপরও গত ১২ দিন ধরে কোনো খোঁজ মেলেনি। অবশেষে, তার মৃতদেহ উদ্ধার হলো হুগলি জেলার ডানকুনি এলাকা থেকে। আজ, শুক্রবার, ডানকুনি এলাকা থেকে মৃতদেহ নিয়ে আসেন তার পরিবার।

thebengalpost.net
ফিরল নিথর দেহ :

জানা গেছে, পিকআপ ভ্যান ভাড়া করে মালদা কালিয়াচক এলাকায় লিচু আনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বেলদা থানার মান্না গ্রাম পঞ্চায়েতের যাদবচক গ্রামের বাসিন্দা তথা ওই পিকআপ ভ্যানের চালক রবি কুন্ডু। গত ১১ জুন ভোরে পিকআপ ভ্যান নিয়ে রওনা দেয় ওই যুবক। পরিবারের দাবি, ১২ তারিখ রবির সাথে ফোনে শেষবার স্ত্রী’র কথা হয়। রবি জানায় যে, সে ডানকুনি এলাকায় রয়েছে। এরপর থেকে ওই যুবকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, শেষে ওই যুবকের খোঁজে বেলদা থানায় নিখোঁজ ডায়েরি করেন যুবকের পরিবার। এদিকে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ডানকুনি থানা বেলদা থানার সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে, ডানকুনি এলাকায় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এরপরই, রবির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, পরিবারের সদস্যরা শুক্রবার ডানকুনি থানায় গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার। তবে, কিভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। ডানকুনি থানা সূত্রে খবর, গত শনিবার (১৮ জুন), ডানকুনি কোল কমপ্লেক্স এর কাছে সার্ভিস রোডের পাশে দেহটি উদ্ধার হয়েছিল। দেহে একাধিক কিছু আঘাতের চিহ্ন ছিল। পুলিশের অনুমান, দুর্ঘটনার ফলেই মৃত্যু ওই যুবকের। তবে, পরিবারের দাবি খুন হয়েছেন যুবক। পরিবারের পক্ষ থেকে শুক্রবার দেহ সনাক্ত করার পর, আজ-ই ময়নাতদন্ত করা হয় শ্রীরামপুর মহকুমা হাসপাতালে। তারপর, মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃতদেহ বেলদায় পৌঁছতেই শোকে ভেঙে পড়ে পুরো গ্রাম! ডানকুনি থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

thebengalpost.net
এই পিকাপ ভ্যান নিয়েই রওনা দিয়েছিল যুবক :