Recent

Mushroom Farming: স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলাদের নিয়ে মাশরুম চাষের ‘কর্মশালা’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর:’মৌমাছি পালন’ প্রশিক্ষণের পর মাশরুম চাষের প্রশিক্ষণ। পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস (National Service Scheme) এবং এনএসকিউএফ (National Skill Qualifications Frameworks) এর যৌথ উদ্যোগে দু’দিনের এই প্রশিক্ষণ শিবির তথা কর্মশালা (Workshop) অনুষ্ঠিত হল মেদিনীপুর গ্রামীণের কোলসান্ডা গ্রামে। গত ২৯ ও ৩০ ডিসেম্বর ওই গ্রামের স্ব-সহায়ক গোষ্ঠীর ৮০ জন মহিলাকে নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। হাতে কলমে মাশরুম চাষের খুঁটিনাটি বিষয় শেখানো হয়। শুধু তাই নয়, দু’দিনের এই কর্মশালা শেষে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।

হাতে কলমে মাশরুম চাষের প্রশিক্ষণ:

উল্লেখ্য যে, দারিদ্র্য অধ্যুষিত এই কোলসান্ডা গ্রামটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ‘দত্তক’ নিয়েছে, এখানকার আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নতি করার জন্য। সে সূত্রেই, এই কর্মশালায় মূলত স্বল্প খরচে ঝিনুক ছাতু বা মাশরুম চাষ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যাবে, তা শেখান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এবং গবেষক ছাত্র-ছাত্রীরা। নেতৃত্বে ছিলেন বিভাগীয় অধ্যাপক তথা জাতীয় সেবা প্রকল্প (NSS) ও মাশরুম চাষের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি তথা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর অঙ্গ হিসেবে, উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা। উপস্থিত ছিলেন, কলা বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে, স্পেশাল অফিসার সৌদিপ কুমার সাউ প্রমুখ। প্রশিক্ষণ শেষে স্ব-সহায়ক দলগুলোর হাতে তুলে দেওয়া হয়, মাশরুম বেড এবং অন্যান্য সামগ্রী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, তাঁদের অন্যান্য দত্তক নেওয়া গ্রামগুলিতেও এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

মেদিনীপুর গ্রামীণে মাশরুম চাষের প্রশিক্ষণ :

News Desk

Recent Posts

Midnapore: বানভাসি মেদিনীপুরে ৮০ জন ‘আসন্নপ্রসবা’-কে উদ্ধার করল স্বাস্থ্য দপ্তর! এক কোমর জলেও ভরসা সেই আশা দিদিরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: জেলার বন্যাকবলিত এলাকাগুলি থেকে আসন্নপ্রসবা বা গর্ভবতী…

11 hours ago

Midnapore: বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন করার পর মেদিনীপুর শহরের সার্কিট হাউসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বন্যা কবলিত ঘাটাল থেকে বুধবার সন্ধ্যা সাড়ে…

2 days ago

Kharagpur Station: মহিলা যাত্রীদের সুরক্ষায় খড়্গপুর স্টেশনে ‘পিঙ্ক মোবাইল টিম’! কড়া নজরদারি প্ল্যাটফর্মে ও ট্রেনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ সেপ্টেম্বর:'রাত্তিরের সাথী' প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মুখে…

2 days ago

Midnapore: ‘৪২তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা’র উদ্বোধন মেদিনীপুর শহরে! প্রথম দিনের ভিড়েই আশাবাদী ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: শহর মেদিনীপুরের পুজোর আগমনী সুরের সঙ্গেই যেন…

2 days ago

Police Commissioner: একসময় পশ্চিম মেদিনীপুরের SP ছিলেন, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরিয়ে দেওয়া হল…

3 days ago