দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: মাত্র কিছুক্ষণ আগেই ১০৮-টি পৌরসভার প্রার্থী ঘোষণা করা হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তার কয়েক ঘন্টার মধ্যেই ফের একাধিক প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভার একাধিক প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। তবে, বিষয়টি জেলা নেতৃত্বের তরফে এখনও নিশ্চিত করা হয়নি। এমনকি, All India Trinamool Congress এর অফিসিয়াল Facebook Page এও তালিকা পরিবর্তন করা হয়নি! তবে, বিভিন্ন সংবাদমাধ্যমের অফিসে পাঠানো পরিবর্তিত একটি তালিকা অনুযায়ী, মেদিনীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে সোনালী চক্রবর্তী (নির্মাল্য চক্রবর্তীর স্ত্রী)’র পরিবর্তে প্রার্থী হিসেবে নাম আছে মিতালী ব্যানার্জি নামে এক দলীয় কর্মীর। ৫ নং ওয়ার্ডে বরুণা মহাপাত্রের পরিবর্তে প্রার্থী হিসেবে নাম আছে বিদায়ী কাউন্সিলর মৌ রায়-এর। ৭ নং ওয়ার্ডে মেরি দোলই এর পরিবর্তে সীমা ভকত; ১০ নং ওয়ার্ডে সঙ্গীতা পালের পরিবর্তে মলি মহাপাত্র; ১৪ নং ওয়ার্ডে অর্পিতা রায় নায়েকের পরিবর্তে সঙ্ঘমিত্রা পাল এবং ২৫ নং ওয়ার্ডে সুশান্ত ঘোষের পরিবর্তে নাম আছে সত্যব্রত পড়িয়া-র। অপরদিকে, ২২ নং ওয়ার্ডে মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা’র পরিবর্তে তাঁর স্ত্রী মৌসুমী হাজরা-র নাম আছে। ১৫ নং ওয়ার্ডে হিমাদ্রী খানের জায়গায় অন্য কেউ প্রার্থী হতে পারেন, কারণ ওই নামটি কাটা হয়েছে! তবে, পুরো বিষয়টি নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব-ও অন্ধকারে! বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাননি জেলা সভাপতি সুজয় হাজরাও। তবে, কি ফের নাম পরিবর্তন হবে? ইতিমধ্যে দেওয়াল লিখে ফেলা এবং প্রচার শুরু করে দেওয়া তৃণমূল নেতা কর্মী সমর্থকরা প্রবল দুশ্চিন্তায়!
এদিকে, পরিবর্তিত তালিকা অনুযায়ী, খড়্গপুরে ৯ নং ওয়ার্ডে প্রার্থী করা হচ্ছে না দেবাশীষ চৌধুরী (মুনমুন)-কে। তার পরিবর্তে প্রার্থী করা হচ্ছে প্রবীর ঘোষকে। ২৬ নং ওয়ার্ডে প্রার্থী করা হচ্ছে না রবিশংকর পান্ডে-কে। তার পরিবর্তে তাঁর স্ত্রী-কে প্রার্থী করা হচ্ছে ২৮ নং ওয়ার্ডে। এছাড়াও, ১৮ নং ওয়ার্ডে শ্রীনু নাইডুর স্ত্রী পূজা নাইডু (পূজা এ.)-কে প্রার্থী করা হচ্ছে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত। এছাড়াও, ২, ১১, ১৭, ২২ ও ২৪ নং ওয়ার্ডের প্রার্থী পরিবর্তন করা হচ্ছে। তবে, জেলার কোনো নেতাই বিষয়টি এখনও নিশ্চিত করেননি! তাই, আবারও তালিকা পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে না। সবমিলিয়ে, প্রার্থী থেকে শুরু করে নেতা-কর্মী-সমর্থকরা প্রবল দুশ্চিন্তায়! অনেকে হতাশ। এ নিয়ে বৈঠকে বসেছেন জেলা তৃণমূলের নেতারা। আর, বিরোধীরা এই সুযোগে মুচকি হাসা শুরু করে দিয়েছেন! (বেঙ্গল পোস্টের পক্ষ থেকে পাঠকদের বিভ্রান্ত করা উদ্দেশ্য নয়, শেষ মুহূর্ত পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, তাই দেওয়া হচ্ছে। নজর রাখুন The Bengal Post FB Page বা thebengalpost.net ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলিতে।)
(আপডেট: রাত্রি ১০ টার পর তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে নিশ্চিত করা হয়েছে যে এই পরিবর্তিত তালিকাই চূড়ান্ত। তালিকায় সই করেছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অনুমোদন করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…