thebengalpost.net
উচ্চ পর্যায়ের বৈঠক:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ জেলার সমস্ত মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে অবস্থিত জেলাশাসকের কার্যালয়ের ওল্ড কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডঃ মৌসুমী নন্দী, সুপার ডঃ জয়ন্ত রাউত সহ জেলার অন্যান্য হাসপাতালের সুপার, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমাশাসকরা। বেলা সাড়ে বারোটা থেকে বেলা দেড়টা অবধি উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।

thebengalpost.net
জেলাশাসকের কার্যালয়ে বৈঠক:

মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য কতগুলি সিসিটিভি (বা, সিসিটিভি ক্যামেরা) লাগবে তথা শৌচাগার, মহিলা চিকিৎসকদের রেস্ট রুমের জন্য আনুমানিক খরচের পরিমাণ নিয়েও এদিন আলোচনা হয় বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। তিনি এও জানিয়েছেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ হোস্টেল ক্যাম্পাসকে সুরক্ষা বলয়ে মুড়ে ফেলতে মোট ৮১৮ টি CCTV ক্যামেরা প্রয়োজন। এর মধ্যে, প্রায় ৩৫০টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বাকিগুলি দ্রুত লাগানো হবে। ঠিক একইভাবে ঘাটাল SDH, খড়্গপুর SDH, শালবনী ও ডেবরা সুপার স্পেশালিটিতেও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে। সিসিটিভি সহ নিরাপত্তা বা সুরক্ষা সংক্রান্ত অন্যান্য সমস্ত বিষয়ের আনুমানিক বাজেট বা এস্টিমেট আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক। খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে বলেও আশাবাদী জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য অধিকারিক সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

thebengalpost.net
সিসিটিভি-তে মুড়ে ফেলা হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল:

অন্য দিকে, বহু প্রতীক্ষার পর অবশেষে খড়্গপুর মহকুমা হাসপাতালে চালু হল ডায়ালিসিস (Dialysis) পরিষেবা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খড়্গপুর মহকুমা হাসপাতালের নবনির্মিত ডায়ালিসিস ইউনিটে প্রথম ডায়ালিসিসটি সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বছর ৪৫-র সরস্বতী জানার শরীরে সফলভাবে ডায়ালিসিস সম্পন্ন হয়েছে এদিন। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “দিন কয়েক আগেই ঘাটাল মহকুমা হাসপাতালের ডায়ালিসিস ইউনিটও সফলভাবে পথচলা শুরু করেছে। ইতিমধ্যে ১২ জন রোগীর ডায়ালিসিস সম্পন্ন হয়েছে। এবার, খড়্গপুর মহকুমা হাসপাতালেও বুধবার থেকে সফলভাবে শুরু হয়েছে এই পরিষেবা।”

thebengalpost.net
উচ্চ পর্যায়ের বৈঠক: