Recent

Partha Arpita: আজ ‘বিশ্বাস’ হারানোর দিন! “টাকা-গয়না সব পার্থর”, আদালতে বলে দিলেন ‘বান্ধবী’ অর্পিতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ মে: আজকের (২৯ মে) দিনটাই বোধহয় ‘বিশ্বাস’ হারানোর! বাইরন বিশ্বাস-কে হারিয়েছে কংগ্রেস। সাগরদিঘির মানুষ হারিয়েছেন তাঁদের ‘বিশ্বাস’! অন্যদিকে, নিয়োগ-দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হারালেন তাঁর বান্ধবীর ‘বিশ্বাস’। সোমবার অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতে জানিয়ে দিলেন, তাঁর মক্কেল (অর্পিতা মুখোপাধ্যায়) পরিস্থিতির শিকার। তাঁর বাড়ি থেকে যে টাকা-গয়না উদ্ধার হয়েছে সব পার্থ চট্টোপাধ্যায়ের। তিনিই নিয়োগ-দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড। যদিও, ইডির দাবি, অর্পিতা দায় অস্বীকার করতে পারেন না। যা হয়েছে, তার জন্য তিনিও সমান ভাবে দায়ী। অর্পিতা যে সব সংস্থার সঙ্গে জড়িত, সেই সব সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে এই দাবি করেছে ইডি। তবে, অর্পিতার আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেল এ সব সংস্থা নিয়ন্ত্রণ করতেন না। সবটাই নিয়ন্ত্রণ করতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ।

সোমবার আদালতে অর্পিতা মুখোপাধ্যায়:

প্রায় ৯ মাস পর এদিন (সোমবার) সশরীরে আদালতে উপস্থিত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। তবে, জামিন পেতে এদিন দুর্নীতির যাবতীয় দায়ভার পার্থর উপরই চাপিয়েছেন অর্পিতার আইনজীবী। অর্পিতার আইনজীবীর দাবি, যা টাকা পাওয়া গিয়েছে তা পার্থর। পার্থই মাস্টারমাইন্ড। অর্পিতার নিজস্ব মাত্র তিনটি সম্পত্তি রয়েছে। এছাড়া, অর্পিতার নামে অন্য যে সমস্ত সম্পতি রয়েছে, তার যাবতীয় কন্ট্রোল ছিল পার্থর হাতে। এই বিষয়ে অবশ্য ইডি’র আইনজীবীদের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজা। এবার, অর্পিতাকে ঠিক করতে হবে তিনি ‘ডি-ফ্যাক্টো রানী’ ছিলেন, নাকি পার্থ চট্টোপাধ্যায় তাঁর ‘আঙ্কেল’ (কাকু) ছিলেন? কারণ, পার্থর ৩১ টি LIC পলিসির নমিনি ছিলেন অর্পিতা। যেখানে তাঁকে ‘ভাইঝি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাতে সইও করেছিলেন অর্পিতা। এদিন আদালতে ইডি’র আইনজীবী বলেন, “কলকাতাতে এখন দুটো কাকু। একজন পার্থ চ্যাটার্জি। অন্যজন কালীঘাটের কাকু (সুজয় কৃষ্ণ ভদ্র)!” এদিন, অবশ্য শুনানি শেষে কোনও নির্দেশ দেননি বিচারক। বুধবার (৩১ মে) অর্ডার দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

16 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

19 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago