দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল:ফোন করতে যাওয়ার ঠিক আগেই হাতে থাকা স্মার্টফোন বিস্ফোরণ! ঘটনায় তীব্র আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায়। ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা স্মার্টফোন ফেটে ধরল আগুন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে।
জানা গিয়েছে, মুগবসানের আব্দুল সফি নামের ওই যুবক শুক্রবার সকালে পকেট থেকে ফোনটি বের করে ফোন করার সময় হঠাৎই তার হাতে থাকা একটি নামি কোম্পানির (এম.আই কোম্পানি বলে জানা গেছে) ফোনটি বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। সাথে সাথেই ভীত-সন্ত্রস্ত অবস্থায় নামি কোম্পানির ফোনটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন সফি। তবে, তারপরেও আগুন নেভেনি! এরপর স্থানীয়রা জল ঢেলে আগুন নেভায়। সফি জানিয়েছেন, “ফোন করার জন্য পকেট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথেই মোবাইলটি দাও দাও করে জ্বলতে থাকে। যদি পকেটে ফোনটি থাকতো, তাহলে বিস্ফোরণের কারণে আমার প্রাণ সংশয় হতে পারত!” এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।