দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন:চাঁদা তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার পাঁচিয়াড় এলাকায়, রাজ্য সড়কের উপর। পুলিশের সঙ্গে জনতার একপ্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। লাঠিচার্জ করতে হয় পুলিশকে। উত্তেজিত পুরুষ-মহিলারাও বাঁশ-লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। আহত কেশিয়াড়ি থানার এক সাব ইন্সপেক্টর সহ একাধিক পুরুষ ও মহিলা পুলিশ কর্মী। আহত একাধিক‌ গ্রামবাসীও। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

thebengalpost.net
উত্তপ্ত এলাকা :

জানা গেছে, হুল দিবসের চাঁদা তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার কাণ্ড ঘটে রাজ্য সড়কের উপর। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাঁচিয়াড় এলাকায় ‘হুল দিবস’ উপলক্ষে চাঁদা তুলছিলেন গ্রামবাসীরা। সেই খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং চাঁদা তোলার বন্ধ করার নির্দেশ দেন। তারপরই, গ্রামবাসীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। তা থেকে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এরপরও, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি মহিলাদের উপরও লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। অপরদিকে, স্থানীয় পুরুষ-মহিলারাও বাঁশ-লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমণ করে বলে পুলিশের অভিযোগ। জানা গেছে, এই ঘটনায় এক সাব ইন্সপেক্টর ও বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ একাধিক এলাকাবাসীরা আহত হয়েছেন। দুপুর নাগাদ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই গ্রামবাসীকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ঘটনার নিন্দা করে পুলিশের সমালোচনা করেছে আদিবাসীদের একটি সংগঠন।

thebengalpost.net
জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ :

thebengalpost.net
ঘটনার পর এলাকার দখল নিয়েছে পুলিশ :