দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: নবজাগরণের অন্যতম পথিকৃৎ। নারী শিক্ষার অগ্রদূত। সমাজ সংস্কারক। তিনি মেদিনীপুরের (বর্তমান, পশ্চিম মেদিনীপুরের) বীরসিংহের ‘সিংহ শিশু’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর তথা ‘দয়ার সাগর’ এর মেদিনীপুরেই উপার্জনক্ষম এক মহিলা (গৃহবধূ) মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন, এই একবিংশ শতকেও। মহিলা’র অপরাধ রোজগারের তাগিদে, পেটের দায়ে বাইরে গিয়েছিলেন কাজে। যদিও, স্বামী, শ্বশুরবাড়ি সহ এলাকার মোড়লদের অভিযোগ, অসুস্থ স্বামী এবং দুই সন্তান-কে ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মহিলা। ফিরতেই স্বামীর ইন্ধনে, গ্রামের মোড়লদের নির্দেশে, গ্রামের মহিলারা তাঁর মস্তক মুণ্ডন (মাথা ন্যাড়া) করলেন! লজ্জায় মুখ ঢাকতে মহিলা আপাতত নিখোঁজ হয়ে গেছেন। খোঁজ চালাচ্ছে পুলিশ। ২-৩ দিন আগেই নির্মম এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চকঅনন্ত গ্রামে। আর, সেই নির্মমতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নিন্দার ঝড় সর্বত্র। গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ দুই মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
গৃহবধূর মা তথা বাপের বাড়ির তরফে জানানো হয়েছে, স্বামী অসুস্থ। আছে দুই সন্তান। তাই, রোজগারের তাগিদে বাড়ি ছেড়ে বাইরে কাজে গিয়েছিলেন তাঁদের মেয়ে। ২-৩ দিন আগে তাঁকে তুলে নিয়ে আসা হয় গ্রামে। তারপর, তাঁর মাথা ন্যাড়া করে শারীরিক ও মানসিক নির্যাতন করেন গ্রামের-ই কিছু মহিলা। যেখানে মদত রয়েছে নিজের স্বামীরও! তবে, ওই মহিলাদের অভিযোগ, অসুস্থ স্বামী ও সন্তানদের ছেড়ে পরপুরুষের সঙ্গে ঘর বেঁধেছিলেন মহিলা। তাই, এই শাস্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বছর ১২ আগে চকঅনন্ত গ্রামের সাগর সিংয়ের সাথে বিয়ে হয়েছিল দাসপুরের ওই গৃহবধূর। সংসারে ছিল নিত্য অভাব। ঘরে দুই সন্তান। এদিকে, সম্প্রতি স্বামীর যক্ষ্মা বা টিবি ধরা পড়েছে। তাই, মাস ছয়েক আগে রোজগারের তাগিদে, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বাড়ির বাইরে কাজের সন্ধানে গিয়েছিলেন ওই গৃহবধূ। অন্যদিকে, এলাকার মহিলা ও মোড়লদের অভিযোগ, ওই মহিলা অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গিয়ে, সংসার বেঁধেছিলেন। এরপরই, গত ২-৩ দিন আগে গৃহবধূর উপর এই ধরনের অত্যাচার চালানো হয়। তারপর থেকেই নিখোঁজ ওই মহিলা। বৃহস্পতিবার ডেবরা থানায় মেয়ের নিঁখোজের অভিযোগ জানাতে এসে এমনটাই জানালেন গৃহবধূর মা আভা সিং। অভিযোগ পাওয়ার পর গৃহবধূর খোঁজ শুরু করেছে ডেবরা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ঘটনায় নিন্দার ঝড় জেলাজুড়ে।