তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: দল চেয়ারম্যান (Chairman) করেছিল সন্যাসী-কে। মেনে নিতে পারেননি অদ্যুত আর তাঁর দলবল। বুধবার শপথ গ্রহণের আগে থেকেই বেনজির বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা! শপথ গ্রহণ প্রক্রিয়াই ভন্ডুল হয়ে যায়। বাধ্য হয়ে ভোটাভুটি’র ব্যবস্থা করেন মহকুমাশাসক। আর, তাতে ৬-৪ ব্যবধানে জয়ী হন তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলর অদ্যুৎ মন্ডল। সন্ধ্যা গড়াতে না গড়াতেই অবশ্য অদ্যুত-কে দল থেকে বহিষ্কার করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার। প্রসঙ্গত উল্লেখ্য, ১০ ওয়ার্ড বিশিষ্ট খড়ার পৌরসভায় শপথ গ্রহণকে ঘিরে বুধবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা! মঙ্গলবার এই পৌরসভার চেয়ারম্যান হিসেবে সন্ন্যাসী দোলই এবং ভাইস চেয়ারম্যান হিসেবে পূর্বা ভুঁইয়া’র নাম পাঠিয়ে দেয় রাজ্য তৃণমূল। কিন্তু, দলের মনোনীত চেয়ারম্যান সন্যাসী দোলই-কে মেনে নিতে পারেননি তৃণমূলের একাংশ। শপথ গ্রহণের আগে তাই খড়ার পৌরসভার সামনে তৃণমূলের দুই পক্ষের বিক্ষোভে ভন্ডুল হয়ে যায় শপথ গ্রহণ। চাপে পড়ে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য তৎক্ষনাৎ শুরু হয় ভোটাভুটি।আর এই ভোটাভুটিতে তৃণমূলের বিক্ষুব্ধদের পাশে দাঁড়ায় বিজেপির দুই জয়ী কাউন্সিলর। এতেই নতুন মোড় নেয় খড়ার পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। রীতিমতো দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে, তৃণমূলের বিক্ষুব্ধদের চাপে পড়ে রাজ্য নেতৃত্বের মনোনীত চেয়ারম্যান সন্ন্যাসী দোলইকে পরিবর্তন করে ভোটাভুটিতে জয়ী হন খড়ার পৌরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূলের জয়ী কাউন্সিলর অদ্যুৎ মন্ডল।ভোটাভুটি হয় তৃণমূলের রাজ্য নেতৃত্বের ঘোষিত কাউন্সিলর সন্ন্যাসী দোলই বনাম তৃণমূলের অপর গোষ্ঠী তথা খড়ার শহর তৃণমূলের সভাপতি তথা ৭ নং ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী অদ্যুৎ মন্ডলের সাথে। শেষমেষ ৬-৪ ব্যবধানে ভোটাভুটি হয় এবং তাতে বিজেপির দুই কাউন্সিলরের সমর্থন পেয়ে ভোটাভুটিতে জয়ী হয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মন্ডল।
যদিও, এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত জানিয়েছিলেন, “এই ঘটনা নিন্দনীয়। এটা দলীয় শৃঙ্খলার মধ্যে পড়েনা। দল একে সমর্থন করেনা। যারা এসব করল তারা তৃণমূল হলেও, আদৌও তৃণমূলে থাকবে কিনা তা ভাবতে হবে! এবিষয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।” স্বাভাবিকভাবেই, খড়ার পৌরসভার শপথ গ্রহণ ভন্ডুল করে বিজেপির সমর্থনে তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে শাসকদলের গোষ্ঠী কোন্দল ও বিজেপির সাথে তৃণমূলের যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও এবিষয়ে ভোটাভুটিতে জয়ী হওয়া চেয়ারম্যান অদ্যুৎ মন্ডল বলেন, “নিজেদের স্বার্থ চরিত্রার্থ করার জন্য কিছু গোষ্ঠী গজিয়ে উঠেছিল। মমতা ব্যানার্জির নির্দেশ শিরোধার্য! কিন্তু, স্থানীয় কিছু নেতৃত্বের কারচুপির জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হল! দল সেটা খতিয়ে দেখুক।” এদিকে, ভোটাভুটিতে বিজেপির দুই কাউন্সিলর তৃণমূলের অদ্যুৎ মন্ডলকে সমর্থন করা নিয়ে বলেন, “সাধারণ মানুষের উন্নয়নের জন্য অদ্যুৎবাবু একটি প্লাটফর্ম তৈরি করেছেন। তাকে সমর্থন করেছি মাত্র। কিন্তু, তৃণমূলের একটি গোষ্ঠী সবকিছু আত্মসাৎ করার পরিকল্পনা করেছিল তাতে পৌরবাসীর উন্নয়ন ব্যহত হত।” তবে, দিনের শেষে অদ্যুতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তৃণমূল। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্দল হিসেবেই তিনি পৌরসভা পরিচালনা করবেন বলে জানা গেছে! যদিও, শেষ পর্যন্ত এই পৌরসভায় আরো কি কি ঘটে, সেদিকেই তাকিয়ে আপামর খড়ারবাসী থেকে শুরু করে জেলা ও রাজ্যের রাজনৈতিক মহল।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…