দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন:ধর্ম কিংবা দূরত্ব, সমস্ত বেড়াজাল ছিন্ন করে সাহস দেখিয়েছিলেন নুরজাহান। সাহস কুলোলনা প্রেমিক রাজেশের! প্রথমে মামা-ঘরে (মামা বাড়িতে) লুকিয়ে বাঁচতে চেয়েছিলেন। শেষমেশ, ‘শ্রীঘরে’ (ব্যঙ্গ করে, অনেকে যদিও মামা-ঘর’ই বলে থাকেন!) ঢুকতে হল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে, রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের যুবক রাজেশ দাস-কে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার আগে অবশ্য, শুক্রবার ও শনিবারের ঘটনা ছিল টানটান উত্তেজনাপূর্ণ! বিয়ের দাবিতে, শুক্রবার সকাল থেকে রাজেশের দাসপুরের বাড়িতে ধর্নায় বসেন উত্তর ২৪ পরগণার হাবড়া থানার লক্ষ্মীপুরের নুরজাহান খাতুন। তার আগেই অবশ্য মামাবাড়িতে পালিয়ে যায় রাজেশ। এরপর, বিকেল নাগাদ দাসপুরের বালিপোতা গ্রামে গিয়ে, রাজেশের মামা বাড়ির সামনেও ধর্না দেন তরুণী। রাতভর চলে ধর্না! ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উৎসাহী জনতা থেকে পুলিশ সকলেই পৌঁছে যায় সেখানে। তাতেও দেখা দেননি রাজেশ। শুক্রবার রাতে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নুরজাহান-কে। শনিবার তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় রাজেশ দাস-কে। এদিকে, মিডিয়ার দৌলতে সমস্ত ঘটনা তখন বাংলার ঘরে ঘরে! সবকিছু জেনে, নুরজাহানের পরিবারের লোকজন তাঁকে বাড়ি ফিরে আসার জন্য চাপ দেয়। অবশেষে, প্রেমকে শ্রীঘরে ফেলে রেখে শনিবার বিকেল নাগাদ বাড়ি ফিরে যান নুরজাহান!
জানা যায়, দাসপুর থানার পোস্তংকা গ্রামের যুবক রাজেশ দাসের সাথে, উত্তর ২৪ পরগণার হাবড়া থানার লক্ষ্মীপুরের নুরজাহান খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত আড়াই বছর আগে, কলকাতায় একটি সংস্থায় কাজ করার সময়। দু’জনে ওই একই সংস্থায় কাজ করতেন। সেই থেকে ভালোবাসা। এর আগে, একাধিকবার রাজেশের বাড়িও নাকি এসেছিলেন নুরজাহান। কিন্তু, বেশ কয়েক মাস আগে থেকে সম্পর্কে চিড় ধরে। কলকাতা থেকে দাসপুরের বাড়িতে চলে আসে রাজেশ। এদিকে, পরিবার ও সমাজের চাপে তাঁকে মেনে নেওয়া তো দূর অস্ত, গত কয়েক মাসে ফোন পর্যন্ত ধরেনি রাজেশ, এমনটাই অভিযোগ নুরজাহানের। যদিও, রাজেশের দাবি, “ভালোবাসার সম্পর্ক একটা গড়ে উঠেছিল অবশ্যই। কিন্তু, বিয়ের প্রতিশ্রুতি দিইনি!” অপরদিকে, নুরজাহানের দাবি, “কলকাতায় আমরা একসঙ্গেই থাকতাম। আমার ফোনে সমস্ত ছবি ও প্রমাণ আছে। কি করে সেই সমস্ত অস্বীকার করতে পারে?” তাই, সমস্ত বাধা বিপত্তি ও ধর্মের বেড়াজাল ছিন্ন করে, সুদূর উত্তর ২৪ পরগনা থেকে দাসপুরে এসে রাজেশের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন ‘সাহসী’ নুরজাহান। তবে, শেষ পর্যন্ত অবশ্য তাঁকে ব্যর্থ মনোরথ হয়েই ফিরে যেতে হল! ৪ দিনের জেল হেফাজত কাটিয়ে, রাজেশ তাঁকে ফোন করবেন কিনা বা নতুন করে তাঁদের সম্পর্ক গড়ে উঠবে কিনা, তা নিয়ে অবশ্য উৎসাহ আছে মেদনীপুর ও চব্বিশ পরগণার!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: মেদিনীপুর শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার একটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: নারী দিবসের তিন দিন পরই নতুন বাবা-মা'র…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: রূপসার বয়স তখন মাত্র দু'বছর। মিষ্টি মেয়েটির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৮ মার্চ: একদিকে যখন বামেদের ছাত্র ধর্মঘটে SFI-DSO'র মহিলা কর্মীদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: মেদিনীপুর পৌরসভার তৎপরতায় চলতি সপ্তাহেই শরৎপল্লী পৌর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: নবম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় (9th National…