তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল:তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার পৌরসভা সহ পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে পোস্টার দিল বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার বহু ‘বিতর্কিত’ সেই খড়ার পৌরসভার। যেখানে, চেয়ারম্যান হওয়া নিয়ে শাসকদলেরই দুই কাউন্সিলরের (অদ্যুৎ মন্ডল এবং সন্যাসী দোলই) মধ্যে নজিরবিহীন টানাপোড়েন সৃষ্টি হয়! প্রথমে অদ্যুৎ এবং শেষ অবধি দলীয় নির্দেশে সন্যাসী-ই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তবে, তারপরও বিতর্ক থেকে নেই! বিজেপির দুই কাউন্সিলর যেহেতু অদ্যুৎ-কেই চেয়ারম্যান চেয়েছিল, স্বভাবতই সন্যাসী-তে তাদের এখনও অরুচি!

thebengalpost.net
পড়ল পোস্টার :

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভা ১০ টি ওয়ার্ড। এর মধ্যে বিজেপির দখলে দু’টি ওয়ার্ড, বাকি ৮-টি শাসকদলের দখলে (২-৮)। আর, এই দুই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পৌরসভা চত্বর সহ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টারিং করল। মূলত, বিজেপি কর্মী সমর্থকদের দাবি দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত এই পৌরসভা বিভিন্ন এলাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। এর ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে দূষণ। সমস্যায় পড়ছেন পৌরবাসী। শুধু তাই নয়, পৌর চেয়ারম্যানের কক্ষ সমাজবিরোধীদের আড্ডা হয়ে দাঁড়িয়েছে বলেও পোস্টারে উল্লেখ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি, পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন পৌর প্রশাসক অরূপ রায়ের কথায় পৌরসভায় চালাচ্ছেন বলেও পোস্টারে উল্লেখ করা আছে। উল্লেখ্য যে, অরূপ রায় নির্বাচনে হেরে গেছেন। যদিও, এই নিয়ে দেখা দিয়েছে চরম রাজনৈতিক তরজা। চেয়ারম্যান জানিয়েছেন, “বিজেপির অপপ্রচার আর চক্রান্ত! সাধারণ মানুষ সব জানেন।” তবে, প্রথম থেকেই চেয়ারম্যানের বিরুদ্ধে এরকম ‘আন্দোলন’ যে পৌরসভার সার্বিক উন্নয়নে আগামী দিনে ব্যাঘাত ঘটতে পারে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন খড়ারবাসী।

thebengalpost.net
চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ: