Recent

Lightning: ভয়াবহ বজ্রপাতে পুড়ে ছাই পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা স্কুলের কয়েক লক্ষ টাকার জিনিসপত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: শুক্রবার (৩ নভেম্বর) বিকেলের ভয়াবহ বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে থাকা কয়েক লক্ষ টাকার জিনিসপত্র প্রায় পুড়ে ছাই হয়ে গেল! শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরীর কক্ষ খুলতেই দেখা যায়, প্রায় গোটা রুমটাই পুড়ে কালো হয়ে গেছে। কম্পিউটার, CPU, UPS, প্রিন্টার, বক্স, CCTV, একাধিক ফ্যান, লাইট সহ রুমে থাকা সমস্ত বৈদ্যুতিন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ড. চৌধুরী। শুধু তাই নয় বৈদ্যুতিন জিনিসপত্র থেকে আগুন লেগে রুমের আলমারি, চেয়ার-টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র, স্মারক, ট্রফি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, প্রয়োজনীয় নথিপত্রের তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী। শনিবার দুপুরেই শালবনী থানার পুলিশ এসে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে গেছেন।

পুড়ে ছাই রুমের প্রায় সমস্ত জিনিস:

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেল থেকে শালবনী সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময়ই বাজ পড়ে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী শনিবার বিকেলে জানান, “গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের হোস্টেল সুপার সহ ছাত্ররা বাজ পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। তবে, তাঁরা বুঝতে পারেননি যে, হোস্টেলের পাশেই আমার রুমে (প্রধান শিক্ষকের কক্ষে) বা বিদ্যালয় ভবনে বাজ পড়েছে। এদিকে, গতকাল বিকেল থেকে হোস্টেলে ইলেকট্রিক চলে যাওয়ায় এবং আরও কিছু প্রয়োজনীয় কাজ করানোর জন্য আজ (শনিবার) আমরা ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দিই। তিনিই বিষয়টি প্রথম সন্দেহ করেন এবং আমার রুমের কাছাকাছি পোড়া গন্ধ পান। এরপরই, আমার রুম খোলা হয়। তারপরই এই দৃশ্য দেখে আমরা সকলেই রীতিমত আঁতকে উঠি! সঙ্গে সঙ্গেই শালবনী থানার আইসি এবং BDO স্যারকে ফোন করে বিষয়টি জানাই। শালবনী থানার পুলিশ আধিকারিকরা এসে তাঁদের কর্তব্য করে গেছেন। শনিবার দুপুরেই মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি এসআই এবং ডিআই-কেও। সোমবার অফিস খুললে লিখিতভাবে পুরো বিষয়টি জানাব।” প্রধান শিক্ষক এও জানিয়েছেন, ক্ষতির পরিমাণ আনুমানিক ৪-৫ লক্ষ টাকার। হতাশ কন্ঠে তিনি এও জানিয়েছেন, “কিছু বলার নেই! এই ধরনের দুর্ঘটনা ঘটে গেলে, আমরা বড্ড অসহায়, কিছুই করার থাকেনা। হয়তো ধীরে ধীরে জিনিসপত্র আমরা কিনে নিতে পারব; তবে পুরানো এবং বড্ড প্রিয় অনেক কিছুই আর আগের রূপে ফেরত পাবোনা!”

ক্ষতি কয়েক লক্ষ টাকার!

News Desk

Recent Posts

Midnapore: প্রায় দুই দশক পর প্রাথমিকের রাজ্য ক্রীড়া শহর মেদিনীপুরে! বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: ২০০৮-র পর ২০২৫। ১৭ বছর পর প্রাথমিকের…

6 hours ago

Medinipur: পৌরহিত্যে হাতে খড়ি ছাত্রীর! নতুন অধ্যায় মেদিনীপুরের স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: সরস্বতী পূজায় এ এক অন্য হাতে খড়ি!…

15 hours ago

Midnapore: পাত্রী ১৪, পাত্র ১৭! গোপনে বিয়ে করে গভীর রাতে বাড়িতে; ভোরেই হানা দিয়ে সব ভণ্ডুল করলেন ‘দাবাং’ BDO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: পাত্রী নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। বয়স মাত্র…

17 hours ago

Midnapore : ‘কুরুক্ষেত্র’ এবার শহর মেদিনীপুরে! পাটনাবাজারের পুজোর বাজেট প্রায় ৮ লক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: কথায় বলে, "যা নেই ভারতে (মহাভারতে), তা…

3 days ago

Midnapore: “তীর্থস্থানে ঘোরাই ছিল নেশা!” মহাকুম্ভেই ‘যাত্রা’ শেষ করলেন শালবনীর বৃদ্ধা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: "সবাই বলছেন এরকম এক পবিত্র স্থানে বা…

6 days ago

Midnapore: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মিনারা, একুশাতেও মুখ দেখা হল না সন্তানের! সদ্যজাত ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মঙ্গলবার (২৮ জানুয়ারি)-ই কলকাতার SSKM হাসপাতাল থেকে…

7 days ago