তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: নবজাগরণের অগ্রদূত ‘বর্ণপরিচয়’ এর স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ‘বিশ্বকবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধিতে, “বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন।” সেই বিদ্যাসাগরের মেদিনীপুরে পরম শ্রদ্ধায় পালিত হল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর কলেজ থেকে শুরু করে জেলা এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শালবনী থেকে ঘাটাল সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালিত হল, মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস পালন করলো বিভিন্ন শিল্প ও সংস্কৃতি চর্চার পীঠস্থানগুলিও। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল, শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে। মাতৃভাষা দিবসের গুরুত্ব ও মর্যাদা বিষয়ে আলোচনা, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল, বাচিক শিল্পী নির্মাল্য মুখোপাধ্যায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী। ঘাটাল মহাকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও ঘাটাল বিএড কলেজের উদ্যোগেও পালিত হল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল মহকুমা তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক দেবাশীষ পোড়ে, শিক্ষক গৌরীশংকর বাগ, ঘাটাল বিএড কলেজের কর্ণধার প্রবীর মাইতি প্রমুখ।
অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সংস্কৃতিমনস্ক উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু এই দিনটির তাৎপর্য, ইতিহাস এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন তাঁর স্বভাবসুলভ সুললিত বাচনভঙ্গিতে। বাংলা, সাঁওতালি ও হিন্দি ভাষায় গান পরিবেশন করেন ছাত্র-ছাত্রীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল, মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এও। অপরদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে স্বর-আবৃত্তি মেদিনীপুর প্রকাশ করল ‘একুশের বার্তা’ নামক একটি আবৃত্তির অ্যালবাম। এটি উদ্বোধন করলেন বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ। দুই বাংলার জনপ্রিয় কিছু কবির কবিতা আবৃত্তি করেছেন দীপক বসু, বর্ণালী সাহা, অপরাজিতা রায়, শর্বরী মুখার্জী, শিলা মহাপাত্র, সুপর্ণা ব্যানার্জি, দীপান্বিতা ব্যানার্জি সোমদীপা রায়, পুষ্পিত পাল, অনিন্দিতা মাইতি সাউ ও শুভদীপ বসু। সমগ্র অ্যালবামটির পরিচালনায় শুভদীপ বসু ও সম্পাদনায় দেবদুলাল সাউ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…