thebengalpost.net
প্রতীকী ছবি:

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: দিনভর নানা ঘটনা-দুর্ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকা। পৃথক দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু ও এক মহিলার। আহত এক বৃদ্ধ। অন্য একটি ঘটনায় একটি পোষ্য সারমেয় বা পোষা কুকুর প্রাণ বাঁচিয়ে দিল পরিবারের ৫ জনের! জানা যায়, বুধবার ভোরে ডেবরা ব্লকের গোলগ্রাম অঞ্চলের মুকুন্দপুর এলাকায় একটি বাড়ির পোষ্য কুকুর হঠাৎই চিৎকার করতে থাকে। আর, সেই চিৎকারে ঘুম ভেঙে যায় পরিবারের এক সদস্যের। তিনি ছুটে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়েই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়! দেখেন, বাড়ির দেওয়াল থেকে মাটি খসতে শুরু করেছে। তিনি তৎক্ষণাৎ বাড়ির ভেতর ঢুকে পরিবারের বাকি চার জনকে বের করে নিয়ে আসেন। তার কয়েক মিনিটের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়িটি! প্রাণে বাঁচেন পরিবারের ৫ জন। পোষ্য সারমেয়টি প্রভুদের বিপদ বুঝতে পেরেই যে চিৎকার করছিল; তা মানছেন এলাকাবাসী থেকে পরিবারের সদস্যরা।

thebengalpost.net
ভেঙে পড়া বাড়িটি:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো দু’বছরের এক শিশুর। বুধবার সকালে ঘটনাটি ঘটে ডেবরার ডুঁয়া গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির সামনেই উঠোনে খেলছিল শিশুটি। কাছাকাছিই ছিলেন শিশুটির মা। হঠাৎ কোনও কাজে কয়েক মিনিটের জন্য তিনি ঘরের ভেতরে ঢুকে যান। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আর ছেলেকে দেখতে পান না! পরে বাড়ির সামনের পুকুরেই তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন! পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি হাঁস পুকুরের দিকে যাচ্ছিল। সেটিকেই ধরার জন্য পুকুরের দিকে গেলে কোনওভাবে জলে পড়ে যায় শিশুটি। আর তারপরই নিমেষের মধ্যে তলিয়ে যায়! ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এদিন (বুধবার) সকালেই ডেবরার চণ্ডাবুড়ি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কেও ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা! দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু হয় স্কুটি চালক স্ত্রী-র। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন স্বামী। মৃতার নাম কৃষ্ণকলি মাইতি (৫৯)। জখম স্বামী হলেন প্রশান্ত মাইতি (৬৭)। বাড়ি খড়্গপুর শহর সংলগ্ন বারবেটিয়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তাঁরা স্কুটিতে করে ডেবরা থেকে খড়্গপুরে ফিরছিলেন। স্কুটি চালাচ্ছিলেন কৃষ্ণকলি দেবী। হঠাৎই পেছন থেকে দ্রুত গতির একটি গাড়ি এসে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের আসনে থাকা স্ত্রী-র। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.net
প্রতীকী ছবি:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):